আমার কী হবে, লোকে কী ভাববে? হঠাৎ উদ্বিগ্ন কেন আলিয়া?

Avatar

Published on:

মেয়ের জন্মের পর আমূল পরিবর্তন! নিজেকেই চিনতে পারছেন না আলিয়া

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল দেশ তথা বিশ্ব। এর মধ্যে আবার সামনে এসেছে হেমা কমিটির রিপোর্ট। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন একের পর এক বিশিষ্টজনেরা। এবার নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন আলিয়া ভাট।

আলিয়া বলেন, “আমাদের সংস্কৃতি এমন, যৌন হেনস্থা হলে নির্যাতিতাকেই দোষারোপ করা হয়। পরিবারও নির্যাতিতার দিকে আঙুল তুলতে থাকে। নির্যাতিতারও নিজের মনে প্রশ্ন ওঠে, ‘কে আমাকে বিয়ে করবে? এ বার আমার কী হবে? লোকে আমাকে নিয়ে কী ভাবছে’? এই পুরো বিষয়টাই ভুল।

   
 ⁠

এমনকি এই ধরনের ঘটনায় নির্যাতিতরাও নিজেদেরকেই দায়ী করেন বলেও দাবি তাঁর। অভিনেত্রীর কথায়, নির্যাতিতারা এই জন্য কাউকে কিছু বলতে পারেন না। এমনকি নিজের বাবা-মার থেকেও হেনস্থার কথা লুকিয়ে রাখেন। তাই সবটা বলার জন্য সত্যিই অনেকটা সাহসের প্রয়োজন পড়ে। অবশ্যই প্রত্যেকের নির্দ্বিধায় সত্য প্রকাশ্যে আনা উচিত।

  
 ⁠

বর্তমানে আলিয়া ভাটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এত অল্প বয়সে এত সুনাম বোধহয় খুব কম অভিনেত্রী অর্জন করতে পারেন। করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় দেখা যাবে তাঁকে। দুর্গাপুজোয় মুক্তি পাবে এই সিনেমা। এক ভাই বোনের দুঃসাহসিক গল্প বলবে এই সিনেমা।