জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! হারিয়েছেন শ্রবণ শক্তি

Published on:

জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! হারিয়েছেন শ্রবণ শক্তি

বড় বিপর্যয় অলকা ইয়াগনিকের জীবন। জটিল রোগে আক্রান্ত হয়েছেন গায়িকা। সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেই সেই কথা জানিয়েছেন তিনি। এখন চিকিৎসকদের করা পর্যবেক্ষণের চিকিৎসা চলছে তার। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগী মহল।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


গায়িকা জানিয়েছেন শ্রবণ ক্ষমতা হারিয়েছেন তিনি। সেন্সরিনিউরাল হিয়ারিং লস হয়েছে তার। কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার পর আচমকা শোনার শক্তি হারান তিনি। এই বিষয়টি স্বাভাবিক কিছুক্ষণ পর আবার তা ঠিক হয়ে যায়। কিন্তু গায়িকার ক্ষেত্রে তা হয়নি। তার সমস্যা জটিল হয়েছে।

   
 ⁠

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আমার এক বিরল রোগ সেন্সরিনিউরাল হিয়ারিং লসের চিকিৎসা চলছে। আমার অজান্তেই এই বিশাল ক্ষতি হয়ে গিয়েছে ভাইরাল অ্যাটাকের জেরে। আপনাদের সবার প্রার্থনার জোরে আমি লড়াই চালিয়ে যাচ্ছি। আমার সমস্ত তরুণ সহকর্মী ও অনুরাগীদের বলব, খুব বেশি আওয়াজ ও হেডফোন থেকে সাবধানে থাকুন। একদিন আমি নিশ্চয়ই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব।”

  
 ⁠

তিনি আরো লেখেন, “আপনাদের সবার ভালোবাসা ও সাপোর্টে আমি সুস্থ জীবনে ফেরার চেষ্টা করছি আর আপনাদের কাছেও খুব শিগগিরিই ফিরব। সংকটের এই সময়ে আপনাদের এই সাপোর্ট আর সহানুভূতিই আমার কাছে অনেক।”