সিরিয়াল

আসছে ‘আলোর কোলে’! নতুন ধারাবাহিকের আগমনে কি ফের বন্ধের মুখে আরও এক মেগা?

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক আলোর কোলে। ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রকাশ করা হয়েছে প্রোমো। তবে যে সময়ে এই ধারাবাহিক দেখানো হবে তাতে অপর এক ধারাবাহিক শেষ হয়ে যাবে কিনা তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে মিলি বলে একটি ধারাবাহিক। কিন্তু শুরু থেকেই তার টিআরপি একেবারে তলানিতে। কোনও ভাবেই জনপ্রিয়তা অর্জন করতে পারে নি এই ধারাবাহিক। তাই নতুন সিরিয়ালের প্রোমো দেখাতেই সন্দেহ শুরু হয়েছে এই ধারাবাহিকের স্থায়িত্ব নিয়ে। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এই নিয়ে মুখ খোলে নি এখনো।

এই আলোর কোলে ধারাবাহিক একটি নির্ভেজাল ভৌতিক কাহিনী নিয়ে তৈরি হয়েছে। পুপুলের মা একজন সুগৃহিনী। মৃত্যুর পর মেয়েকে বাড়ির সকলে মিলেই আদর যত্ন করে আগলে রাখছে। কিন্তু, কিছু জিনিস মায়ের বড্ড অপছন্দ। মেয়েকে সারাক্ষণ আগলে রাখে সে। কিন্তু এক জায়গায় দেখানো হয় বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কা থেকে মেয়ে বাঁচাতে চাইলেও সে পারে না। কারণ সে তো অশরীরী! সেই সময় পুপুলকে বাঁচায় সোমু সরকার।

এই ধারাবাহিকে মৃত মায়ের ভূমিকায় দেখা যাবে স্বীকৃতি মজুমদারকে। আর বাবার চরিত্রে কৌশিককে। পুপুল তার মাকে মিস করলেও, বাবাকে মোটেই পছন্দ করে না। কিন্তু,কেন? কৌশিকের জীবন থেকে স্বীকৃতি চলে যাওয়ার পর কী মায়ের মতো পুপুলকে আগলে রাখবেন সোমুই? এই উত্তর জানতে গেলে অবশ্যই দেখতে হবে আলোর কোলে ২৭ নভেম্বর থেকে জি বাংলায় রাত ৯টায়।

Back to top button