নন্দিতা দাস ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জুটির নতুন ছবি আমার বসে এবার দেখা যাবে রাখি গুলজারকে। শেষ হয়েছে শুটিং। এবার এই ছবি মুক্তির দিন ঘোষণা করা হল। ইতিমধ্যেই গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়েছে ‘আমার বস’। এবার দেশে ছবি মুক্তির দিন জানালেন পরিচালক।
‘আমার বস’ ছবি দিয়েই বাংলা সিনেমায় প্রত্যাবর্তন ঘটছে রাখি গুলজারের। ২১ বছর পর আবার তাঁকে দেখা যাবে বড় পর্দায়। ৫ জানুয়ারি, সেক্টর ফাইভে শুটিং শুরু হয়েছিল। দিন কয়েক ধরেই শহরের বিভিন্ন লোকেশনে রাখি গুলজারকে নিয়ে শুটিং করছেন নন্দিতা-শিবপ্রসাদ।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাসের ছবি হিট। একের পর এক অভিনব গল্প বলে দারুন দারুন ছবি উপহার দিয়েছেন তাঁরা। এবারেও সেইরকমই ছবি নিয়ে আসছেন এই পরিচালক জুটি। সেই ছবিতে নায়িকাদের নিয়ে থাকছে চমক।
শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও এই ছবিতে অভিনয় করেছেন।চলতি বছর জানুয়ারি মাসেই কলকাতায় শুটিং করে গিয়েছিলেন রাখি গুলজার।বড়দিনেই বড় খবর দিয়ে জানালেন ২০২৫ সালের ১৬ মে রিলিজ করছে ‘আমার বস’।