জীবনে নারীদের প্রতি আগ্রহ রয়েছে, নারী বর্জিত তার জীবন নয়। কিন্তু তা সত্ত্বেও বিয়ে করতে চান না অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। প্রেমে আপত্তি না থাকলেও বিয়েতে তার ঘোর আপত্তি রয়েছে। তবে তাঁর জীবনেও প্রেম এসেছিল। কিন্তু সেই প্রেম টেকেনি। কিন্তু কেন? অবশ্য নিজেই অভিনেতা সে কথা জানিয়েছেন।
অম্বরীশ এক সাক্ষাৎকারে বলেছেন, “আসলে প্রেম করতে ভালই লাগে আমার। কারও সঙ্গে সমঝোতা করে থাকিনি। সেই জন্যই আমার কোনও প্রেম টেকেনি। বিয়ে করিনি বলেই ডিভোর্স হয়নি আমার”।
অভিনেতা জানান, নিজেকে তিনি সব রকম চিন্তা থেকে মুক্ত রাখতে চান। আর ঠিক সেই কারণেই বিয়ে করার মত দায়িত্ব তিনি নিতে চান না। ঠিক যেমন নায়ক হতে চান না তিনি। তার কথায়, নায়ক হলে ছবি সফলতার জন্য প্রশংসা যেমন জুটবে ঠিক তেমনি ছবি যদি ব্যর্থ হয় তাহলেও তার দায় তাকেই নিতে হবে। এত দায়ভার তিনি নিতে চান না।
দেবের ব্যোমকেশ ছবিতে তাকে অজিতের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। এবার প্রশ্ন উঠছে তাহলে কি অজিতের মতোই তার জীবন নারী বর্জিত। এ প্রসঙ্গে অবশ্য অভিনেতা জানিয়েছেন, “নারী বান্ধবী আমার অনেক আছে। তাই আসলে আমি অজিতের মতো নেই। আমি অনেকের থেকে বেশি নারীচরিত্র বুঝি। এবং নারীদের বিষয়ে আমার আগ্রহ আছে”।
তবে বিয়ে প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মজার ছলে জানিয়েছেন, “নায়ক হলে অনেক টেনশন থাকে। সেই টেনশনটা আমি নিতে চাই না। সেই কারণেই আমি বিয়ে-টিয়ে করিনি। আমি একদম টেনশন নিতে পারি না।” তার মতে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন বদলায়। তাই বিয়ে করে একজনের সঙ্গে সারা জীবন থাকা সম্ভব নয়।