প্রকাশ্যে এল আমির খানের তৃতীয় প্রেমিকার পরিচয়! বলিউডের সঙ্গে কীভাবে জড়িত তিনি?

Published on:

চলচ্চিত্র শিল্প খুবই অস্থির! হঠাৎ আমির খানের এই মন্তব্যের কারণ কী?

আমির খান ওরফে ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর সব কিছুই নিখুঁত হতে হবে। বলিউড মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই খ্যাত তিনি। ২০২১- সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। ইতিমধ্যেই বর্তমান প্রেমিকার সঙ্গে বাড়ির লোকের আলাপ করিয়েছেন আমির। কিন্তু বেঙ্গালুরুর বাসিন্দা এই মহিলা কী করেন?

জানা গিয়েছে, সম্প্রতি পরিবারের সকলের সঙ্গে পরিচয়ও করিয়ে ফেলেছেন মনের মানুষকে। আমিরের পরিবারের সদস্যদের বেশ মনে ধরেছে, সেই খবর নিশ্চিত করা হয়েছে বলিউড সূত্রে।

   
 ⁠

জানা গিয়েছে, আমিরের বর্তমান প্রেমিকার নাম গৌরী। বলিউডের সঙ্গে কোনও যোগাযোগ নেই গৌরীর। তবে দক্ষিণী চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও প্রকাশ্যে আসেনি। এমনকি বিশেষ কিছু প্রকাশও করেননি তিনি।

  
 ⁠

সম্প্রতি রিয়া চক্রবর্তী চ্যাপ্টার টু পডকাস্ট শোতে এসেছিলেন আমির খান। সেখানেই আমির খানকে রিয়া চক্রবর্তী প্রশ্ন করেন তিনি তৃতীয় বিয়ে নিয়ে কী ভাবছেন?

সঞ্চালিকার প্রশ্নের জবাবে আমির জানিয়েছিলেন, “আমার বয়স এখন ৫৯ বছর। এখন আর বিয়ে করতে পারব বলে মনে হয় না। কঠিন মনে হচ্ছে। জীবনে এখন অনেক নতুন সম্পর্ক তৈরি হয়েছে। মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুর হয়েছি ৷ আমার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছি”।

প্রসঙ্গত, আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত। রিনা ও আমিরের ১৯৮৬ সালে বিয়ে হয়। ১৬ বছর দাম্পত্যের পর বিচ্ছেদ হয়। রিনা ও আমিরের দুই সন্তান ইরা ও জুনেইদ। রিনার পর আমির কিরণ রাওকে বিয়ে করেন। কিরণ ও আমিরের সন্তান আজাদ৷ সেই সম্পর্কেও তাঁরা ইতি টানেন ২০২১ সালে। যদিও উভয় স্ত্রীর সঙ্গেই যোগাযোগ রয়েছে আমিরের।