আমির খান কি তৃতীয় বিয়ে করতে চলেছেন? ফের শিরোনামে অভিনেতার ব্যক্তিগত জীবন

Avatar

Published on:

আমির খান কি তৃতীয় বিয়ে করতে চলেছেন? ফের শিরোনামে অভিনেতার ব্যক্তিগত জীবন

আমির খান ওরফে ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর সব কিছুই নিখুঁত হতে হবে। বলিউড মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই খ্যাত তিনি। ২০২১- সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এরপর কি দ্বিতীয় বিয়ে করতে চান তিনি? মুখ খুললেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে।

সম্প্রতি রিয়া চক্রবর্তী চ্যাপ্টার টু বলে একটি পডকাস্ট শো শুরু করেছেন। সেখানে প্রথম এপিসোডে এসেছিলেন সুস্মিতা সেন। এবার দ্বিতীয় এপিসোডে আসেন আমির খান। সেখানেই আমির খানকে রিয়া চক্রবর্তী প্রশ্ন করেন তিনি তৃতীয় বিয়ে নিয়ে কী ভাবছেন?

   
 ⁠

সঞ্চালিকার প্রশ্নের জবাবে আমির জানান, “আমার বয়স এখন ৫৯ বছর। এখন আর বিয়ে করতে পারব বলে মনে হয় না। কঠিন মনে হচ্ছে। জীবনে এখন অনেক নতুন সম্পর্ক তৈরি হয়েছে। মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুর হয়েছি ৷ আমার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছি”।

  
 ⁠

প্রসঙ্গত, আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত। রিনা ও আমিরের ১৯৮৬ সালে বিয়ে হয়। ১৬ বছর দাম্পত্যের পর বিচ্ছেদ হয়। রিনা ও আমিরের দুই সন্তান ইরা ও জুনেইদ। রিনার পর আমির কিরণ রাওকে বিয়ে করেন। কিরণ ও আমিরের সন্তান আজাদ৷ সেই সম্পর্কেও তাঁরা ইতি টানেন ২০২১ সালে। যদিও উভয় স্ত্রীর সঙ্গেই যোগাযোগ রয়েছে আমিরের।