অভিনয় থেকে দূরে চলে যেতে চান আমির! নতুন ভবিষ্যৎ নিয়ে কোন ইঙ্গিত দিলেন অভিনেতা?

Avatar

Published on:

আমির খান কি তৃতীয় বিয়ে করতে চলেছেন? ফের শিরোনামে অভিনেতার ব্যক্তিগত জীবন

আমির খান ওরফে ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর সব কিছুই নিখুঁত হতে হবে। বলিউড মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই খ্যাত তিনি। কিন্তু তার চোখে সবথেকে সুদর্শন নায়ক কে? এক পডকাস্ট শোতে এসে নিজের পছন্দের নায়কদের নাম বললেন আমির খান।

সম্প্রতি রিয়া চক্রবর্তী চ্যাপ্টার টু বলে একটি পডকাস্ট শো শুরু করেছেন। সেখানে প্রথম এপিসোডে এসেছিলেন সুস্মিতা সেন। এবার দ্বিতীয় এপিসোডে দেখা যাবে আমির খানকে। দ্বিতীয় এপিসোড ২৩ আগস্ট দেখা যাবে। তার আগে প্রকাশ্যে এলো প্রোমো। সেখানেই আমির খানকে বলতে শোনা গেল তিন সুদর্শন পুরুষের কথা।

   
 ⁠

রিয়া চক্রবর্তী যখন জানান আমির খানকে দেখতে সুন্দর ঠিক সেই সময় সঞ্চালিকাকে থামিয়ে দিয়ে আমির বলেন, তিনি বিশ্বাস করেন হৃতিক রোশন, শাহরুখ খান এবং সালমান খান সুদর্শন। তাঁর মতে, তিনি তাদের মতো সুদর্শন নন।

  
 ⁠

তবে রিয়া তার সঙ্গে একমত হন না। সঞ্চালিকা বলেন, তিনি এবং সমগ্র দেশ বিশ্বাস করেন যে তিনিও সুদর্শন। এরপরেই আমির খান জানান, মানুষ তার স্টাইল নিয়ে ট্রোল করে। পাল্টা মজা করে রিয়া বলেন, সে তাকে সুদর্শন বলেছে কিন্তু তার ফ্যাশন সেন্সের প্রশংসা করেনি।

আমির এরপরেই জানান, তিনি অভিনয় থেকে দূরে সরে যেতে চান। যদিও রিয়া তা মানতে রাজি নন। এর মানে কি আমির ইঙ্গিত দিচ্ছেন যে তিনি ভবিষ্যতে শুধুমাত্র পরিচালকের কাজই করবেন? সেটা অবশ্য সময়ই বলবে।