বাবা হিসেবে ত্যাগ স্বীকার করছি! ছেলের জন্য জীবনে বড় সিদ্ধান্ত নিলেন আমির

Published on:

বাবা হিসেবে ত্যাগ স্বীকার করছি! ছেলের জন্য জীবনে বড় সিদ্ধান্ত নিলেন আমির

আমির খান ওরফে ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর সব কিছুই নিখুঁত হতে হবে। বলিউড মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই খ্যাত তিনি। ২০২১- সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। কিন্তু যোগাযোগ রয়েছে। এতদিন বহু চেষ্টাতেও ধূমপান ছাড়তে পারেননি তিনি। কিন্তু এবার সত্যিই এই নেশা ছাড়লেন তিনি।

৬০-এর দোরগোড়ায় এসে স্বাস্থ্য আর পরিবারের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছেন আমির। ছেলে জুনেইদের সাফল্যের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেতা।

   
 ⁠

আমির বলেন, বছরের পর বছর ধরে এতে আসক্ত। তবে এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তরুণ প্রজন্মকে বারবার স্মরণ করান মিস্টার পারফেকশানিস্ট। তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ বারবার বলার পরেও তিনি এই অভ্যাস ত্যাগ করতে পারেননি বলে জানান।

  
 ⁠

শুক্রবার আমির ছেলেকে পাশে নিয়ে বলেন, “আমি ধূমপান ছেড়ে দিয়েছি। কিন্তু ধূমপান আমি উপভোগ করি। আমি বহু বছর ধরে সিগারেট খাচ্ছি, এখন আমি একটি পাইপে সুইচ করেছি। তামাক এমন একটি জিনিস যা আমি উপভোগ করি। যদিও এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারও এটা করা উচিত নয়”।

তাঁর কথায়, “আমি ধূমপান ছেড়ে দিতে চাই, আমার ছেলের কেরিয়ার শুরু হচ্ছে। আমি মনে মনে একটা সংকল্প করলাম। আমি ছেড়ে দিচ্ছি, জুনেইদ পরে কাজ করুক বা না করুক, আমি এটা স্বাধীনভাবে করছি। বাবা হিসেবে আমি ত্যাগ স্বীকার করতে চেয়েছি”।