আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন! সুশান্তের মৃত্যুর পর রিয়ার লড়াইকে কুর্নিশ আমির খানের

Avatar

Published on:

আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন! সুশান্তের মৃত্যুর পর রিয়ার লড়াইকে কুর্নিশ আমির খানের

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর প্রায় সাড়ে তিনবছর কেটে গিয়েছে। তার মৃত্যুতে আঙুল উঠেছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। পুলিশি হেফাজতেও ছিলেন তিনি। বেশ কিছু মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। এই ঘটনার পর অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে। তাঁর সেই সময়ের লড়াইয়ের কথা শুনে কুর্নিশ জানালেন আমির খান।

একটি টক-শো আয়োজন করছেন রিয়া। এই ইন্টারভিউ সেশনের নাম ‘চ্যাপ্টার ২’। সেখানেই ওই সময়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে শোনা গেল তাঁকে। নিজের পডকাস্ট অনুষ্ঠানে জমে থাকা বহু কথা উগরে দেন অভিনেত্রী।সুশান্তের মৃত্যুর পর অনেকেই বলেছিলেন রিয়া কালো জাদু করতে পারে। সুশান্তকে বশ করেছিলেন তিনি। এমনকি ডাইনি বলেও দাগিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।

   
 ⁠

আমির খান কুর্নিশ জানিয়ে অভিনেত্রীকে বলেন, “তোমার সঙ্গে যা হয়েছে, এটাকে আমি ট্র্যাজেডি বলব। এর পরে আপনার জীবন যেভাবে পরিবর্তিত হয়েছে এবং আপনি যেভাবে ধৈর্য দেখিয়েছেন, নিজের উপর বিশ্বাস রেখেছেন, সেটা থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি। একজন ব্যক্তির মনোবল ভেঙ্গে যায় ও চূর্ণ হয়। তবে আপনি আপনার জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু করছেন। আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন এবং আপনার গর্ব হওয়া উচিত”।

  
 ⁠

কঠিন পরিস্থিতি নিয়ে রিয়া বলেন, “আমি মাঝে মধ্যে নিজেই মজা করে বলি, আমি অলৌকিক শক্তির অধিকারী। একটা ঘরে ঢুকেই আমি উপস্থিত মানুষকে দুই ভাগে ভাগ করে নিই”।

অভিনেত্রীর সংযোজন, “আমার অনেকটা সময় লেগেছে চ্যাপ্টার টু শুরু করতে। কারণ আমি ধীরে ধীরে নিজেকে সারিয়ে তুলেছি। ব্যথা, উদ্বেগ, অবসাদ সবকিছু আমায় ঘিরে ছিল। তবে এই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে শোক। হয়ত আপনি কারোর সঙ্গে কথা বলছেন, ঠিক তখনই দুঃখ আপনাকে আচ্ছন্ন করে তুলল। তবে আজ আমি নতুন করে শক্তি পেয়েছি। এখন আবারও সকলের সঙ্গে দেখা করতে ভালো লাগে। আমার কৌতূহল জেগে উঠেছে। এতদিন জানার আগ্রহ ছিল না। বিষণ্নতা মনকে ঘিরে ফেলেছিল। সেটা কাটিয়ে আবারও সূর্য উঠছে। আমি নতুন কিছু করতে চাই”।