কেউ আর ফিরেও তাকায় না! জনপ্রিয়তা হারানোর ভয় অমিতাভের? শাহরুখ -আমিরের সঙ্গে তুলনা টেনে কী বললেন বিগ বি?

Avatar

Published on:

অমিতাভের ক্ষমতা নিয়ে প্রশ্ন! দোকানিকে যোগ্য জবাব দিয়েছিলেন বিগ বি

আজ তাকে গোটা বিশ্ব চেনে। অমিতাভ বচ্চন শুধু নামটাই যথেষ্ট এখন। একসময় এই বিখ্যাত অভিনেতা থাকার জায়গা ছিল না। কিন্তু এই অভিনেতাই নিজের জীবনের এক দুঃখের কথা জানালেন। সম্প্রতি ভাইরাল হয়েছে এক পুরোনো ভিডিও।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অমিতাভ বলছেন, “৭০-৮০র দশকে কোনও রেস্তরাঁয় গেলে মানুষজন তাকিয়ে থাকত, কিন্তু এখন আর কেউ ফিরেও তাকায় না। যদি সেই জায়গাতেই দুই সেকেন্ড পর আমির বা শাহরুখ বা সলমন হাজির হয় মানুষজন পাগল হয়ে যায়”। তাঁর কথায়, ব্যর্থতাকে তিনি আমল দেননা। এগিয়ে যান আগামীর লক্ষ্যে। বরং আশা রাখেন, কোনও না কোনওদিন কেউ একজন তাঁর সঙ্গে ছবি বানাতে আসবে।

   
 ⁠

যদিও তাঁর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। তাঁর মূর্তি বসেছে নিউইয়র্কে এক ভক্তের বাড়িতে। সেই জায়গা এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে।গোপী শেঠ নিউইয়র্কের ম্যানহাটনের প্রায় ৩৫কিলোমিটার দক্ষিণে এডিসন শহরের বাসিন্দা। তিনি বাড়িতে বছর দুয়েক আগে অমিতাভ বচ্চনের একটি মূর্তি স্থাপন করেন। আর এরপরেই সেই মূর্তি দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমান তাঁর বাড়িতে।

  
 ⁠

সম্প্রতি ব্যবসায়ীর পোস্ট করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। শুধু তাই নয়, বিশালাকায় এই মূর্তি গুগল ম্যাপেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিদিন ২০ থেকে ২৫ গাড়ি পর্যটক আসেন বলে জানান ওই ব্যবসায়ী।