বিগ বির ব্লগে রেখার পুরোনো দিনের ছবি! তবে কি প্রেম এখনও গভীর?

Published on:

বিগ বির ব্লগে রেখার পুরোনো দিনের ছবি! তবে কি প্রেম এখনও গভীর?

বরাবরই চর্চায় তাদের সম্পর্ক। বলিউডের যে সমস্ত সম্পর্ক বহুল চর্চিত তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় পরকীয়া প্রেম কাহিনী রেখা অমিতাভের। বারবার প্রকাশ্যে অমিতাভকে ভালোবাসেন বলে স্বীকার করেছেন রেখা। এদিকে বিগ বির ব্লগে দেখা গেল রেখার পুরোনো দিনের ছবি। তবে কি প্রেম এখনও গভীর?

হঠাৎই নস্টালজিক হয়ে পুরোনো বন্ধুদের সঙ্গে কাটানো একটি মুহূর্ত নিজের ব্লগে তুলে ধরেন বিগ বি। সেখানে বিনোদ খান্না, রাজ কাপুর, রণধীর কাপুর, মেহমুদ, শাম্মি কাপুর, কল্যাণ সহ রয়েছে রেখার ছবিও। ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘আহ… এই ছবির নেপথ্যে একটা বিরাট গল্প রয়েছে, কোনও একদিন নিশ্চয় আপনাদের সঙ্গে ভাগ করে নেব’।

   
 ⁠

বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল রেখা ও অমিতাভের মধ্যে রয়েছে মাখোমাখো প্রেম। আর সেই সম্পর্ক খুব স্বাভাবিকভাবেই পীড়া দিয়েছিল অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনকেও। আর এই তিন অভিনেতা-অভিনেত্রীর অভিনীত সিলসিলা দেখলে কিন্তু খানিকটা সেই বাস্তবের কথাই মনে হয়। সেই সিনেমায় বাস্তব আর গল্প যেন মিলেমিশে গিয়েছিল।

  
 ⁠

এদিকে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন এমন পর্যায়ে গিয়েছিল যে শোনা গিয়েছিল রেখা এবং অমিতাভের লন্ডনে বাড়ি রয়েছে। সেখানে নাকি একান্ত সময়ও কাটাতেন তারা। যদিও এই গুঞ্জনের সত্যি মিথ্যা এখনো অপ্রমানিত অবস্থাতেই রয়ে গিয়েছে। তবে প্রেম যে রয়েছে তা বারবার শিকার করেছেন অভিনেত্রী রেখা।

একবার একটি শোয়ে এসে রেখা সরাসরি বলেছিলেন, “আমি তাকে ভালোবাসি, খুবই ভালোবাসি। পাগলের মত ভালোবাসি”। এমনকি অভিনেত্রী এও বলেছিলেন, তাদের প্রায়ই অ্যাওয়ার্ড শোয়ে দেখা হয়। আর সেই অল্প দেখাতেই খুশি তিনি। সেই এওয়ার্ড ফাংশনেই অমিতাভ বচ্চনকে দুচোখ ভরে দেখেন তিনি। আর সেটাই তার সব থেকে বড় পাওনা।