বিগ বি খেলা দেখলে ঘটে এই বিপত্তি! খেলা দেখা নিয়ে কী বললেন অমিতাভ?

ভারতের ক্রিকেট ম্যাচ থাকলে আবেগে ভাসে ক্রিকেটপ্রেমীরা। এই সময় বেশ কিছু কুসংস্কারও মানেন আবার অনেকে। তেমনই কুসংস্কার মানেন খোদ বিগ বি অমিতাভ বচ্চনও। নিজের তেমনই এক কথা এবার জানালেন তিনি।
অমিতাভ বচ্চন বলেন, তিনি খেলা না নাকি ভারত জিতে যায়। এই কথা শুনে অবাক নেটিজেনরা। অভিনেতা নিজেই তার এক্স হ্যান্ডেলে লিখেছেন এই কথা। সেখানে রসিকতা করে এক অনুরাগী বলেছেন, “তা হলে আপনি সেদিন চোখে রুমাল বেধে থাকবেন”।
১৫ নভেম্বর মুম্বইয়ে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ম্যাচ হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেখানে দুর্দান্ত ইনিংস খেলে এবং নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে জায়গা করে নিয়েছে। এরপরেই এই পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। খেলা দেখার সময় বেশ কিছু মানুষের বিশ্বাস বিশেষ কিছু কাজগুলি করলে খেলায় হেরে যাবে ভারত। তেমনই এক কুসংস্কারে আচ্ছন্ন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনও।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলবে ভারত। আহমেদাবাদের স্টেডিয়ামে হবে ম্যাচ। ভারত যদি জিতে যায়, তা হলে এটা হবে দেশের তৃতীয় বিশ্বকাপ জয়। তাই নিয়ে উত্তেজনায় ফুটছে সকলে। আর ওদিকে বিগ বিও কুসংস্কার মেনে সেদিন খেলা দেখবেন না।