অমিতাভের ক্ষমতা নিয়ে প্রশ্ন! দোকানিকে যোগ্য জবাব দিয়েছিলেন বিগ বি ল

Published on:

মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একী লিখলেন অমিতাভ? ভাইরাল পোস্ট ঘিরে তুমুল জল্পনা

আজ তাকে গোটা বিশ্ব চেনে। অমিতাভ বচ্চন শুধু নামটাই যথেষ্ট এখন। কিন্তু বিদেশের মাটিতে তাঁকে তখনও তেমনভাবে চিনে উঠতে পারেনি সকলে। আর সেখানে গিয়েই এক অপ্রীতিকর ঘটনার শিকার হন তিনি। যদিও পাল্টা জবাব ফিরিয়ে দেন।

সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি একটা এপিসোডে এক প্রতিযোগী অমিতাভকে জিজ্ঞেস করেন তিনি নাম দেখে জিনিস কেনেন কিনা। এর জবাবে অমিতাভ বলেন, তিনি দাম দেখেই জিনিস কিনে থাকেন। কথা প্রসঙ্গেই লন্ডনে এক দোকানের অভিজ্ঞতা ভাগ করে নেন অমিতাভ। তিনি বলেন, “কেনাকাটার মাঝে আমি একটা গলাবন্ধ দেখছিলাম। দোকানদার তখন খুব বিরক্ত হয়ে জানান টাইটির দাম ১২০ পাউন্ড (ভারতীয় মূল্যে প্রায় ১৩ হাজার ১৫০ টাকা)”।

   
 ⁠

এই কথা বলতে গিয়ে তিনি ফের জানান, ওই দোকানি অমিতাভ বচ্চন কে চিনতেন না। দোকানদার ভেবেছিলেন অত্যাধিক দাম হওয়ার কারণে তিনি ওই টাই কিনতে পারবেন না। কিন্তু অমিতাভ বচ্চন দশটা টাই কিনে নিয়েছিলেন।

  
 ⁠

তাঁর কথায়, “কখনও কখনও আমাদের ভারতীয় মেজাজ এবং মনোবলটাও দেখানোর প্রয়োজন হয়। আমাদের যে অবজ্ঞা করা উচিত নয়, সেটা কখনও কখনও বুঝিয়ে দিতে হয়”।