বাড়িতে নেই শৌচাগার, বোনের সম্ভ্রম রক্ষায় অপারগ ভাই! বড় প্রতিশ্রুতি দিলেন অমিতাভ বচ্চন

Avatar

Published on:

বাড়িতে নেই শৌচাগার, বোনের সম্ভ্রম রক্ষায় অপারগ ভাই! বড় প্রতিশ্রুতি দিলেন অমিতাভ বচ্চন

দু’ দশক পেরিয়ে কেবিসি আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়। অগুনতি ভক্তের ভালোবাসায় ফের শুরু হয়েছে এই কুইজ শো। ১৬তম সিজন দেখানো শুরু শুরু হয়েছে। এবার এক প্রতিযোগীকে বিশেষ আশ্বাস দিলেন বিগ বি।

পশ্চিমবঙ্গের আগাই গ্রামের বাসিন্দা জয়ন্ত দুলে। বোন শিখা দুলের সঙ্গে খেলতে এসেছিলেন। ছাত্র জয়ন্ত পারটাইম শিক্ষকতা করেন। মাসে ৪/৫ হাজার টাকা আয় করেন। তিনি এসে তাঁর ইচ্ছের কথা জানান। আর তাতেই আবেগতাড়িত হয়ে পড়েন অমিতাভ বচ্চন।

   
 ⁠

জয়ন্ত বলেন, “আমার বাড়িতে কোনও শৌচালয় বা বাথরুম নেই। শুধু আমাদের বাড়িতেই নয়, আমাদের গ্রামের কারোর বাড়িতেই নেই। পশু থেকে শুরু করে পুরুষ ও মহিলা, সকলেই পুকুরে নেমে স্নান করেন। যে সমস্ত লোকের কাছে টাকা আছে, তাঁরাও টয়লেটের প্রয়োজনীয়তা বোঝেন না। আমার মা পুকুরে স্নান করেন। ওঁর এটাই অভ্যাস হয়ে গেছে। তবে আমার ছোট বোন যখন পুকুরে স্নান করতে যায়, আমার খুব লজ্জা করে। আমি ওর দাদা হয়েও কিছু করতে পারছি না”।

  
 ⁠

এই শুনেই কেবিসি-র মঞ্চ থেকে এই জয়ন্তর বাড়িতেই শৌচালয় বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অমিতাভ। জয়ন্তর কাছে তিনি জানতে চান একটা টয়লেট তৈরি করতে কত টাকা লাগবে? উত্তরে জয়ন্ত জানান, “৪০-৫০ হাজার”। তখনই বিগ বি বলেন, “এখান থেকে তুমি কত টাকা জিতবে জানি না। তবে আমি প্রতিশ্রুতি দিলাম, তোমার বাড়িতে আমি শৌচালয় বানিয়ে দেব”।

অমিতাভ বলেন, “আপনার কথা শুনে খুব খারাপ লাগছে, আবার কিছুটা অবাকও হচ্ছি। আমাদের এই ভারতবর্ষে কিছু জায়গা এমনও আছে, যেখানে সাধারণ সুবিধাগুলো এখনও নেই”।