সব কিছু শেষ হয়ে গেছে! ভারতের জয়ের পরেই কেন এমন বললেন অমিতাভ?

Published on:

মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একী লিখলেন অমিতাভ? ভাইরাল পোস্ট ঘিরে তুমুল জল্পনা

১৭ বছরের শাপমুক্তি হয়েছে। ঘরে টি টোয়েন্টি বিশ্বকাপ এনেছে ভারত। সাউথ আফ্রিকাকে ৭ রানে দুর্মুশ করে আকাশ চিরে উড়ছে তেরঙা। আবেগে আনন্দে চোখ ভিজেছে গোটা ভারতবাসীর। দীর্ঘ ১৭ বছর পর আবার সেই জয়ের স্বাদ। বিরাট যে সত্যিই কিং কোহলি তা আরও একবার বুঝিয়ে দিলেন। এই মুহূর্তের অভিজ্ঞতা জানিয়ে এবার ব্লগ লিখলেন অমিতাভ বচ্চন।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় বিগ বি। নিজের জীবনের আপডেট তিনি ব্লগের মাধ্যমে শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। এবারেও তার অন্যথা হল না। খেলা দেখার প্রাক মুহূর্তের কথা শেয়ার করলেন তিনি।

   
 ⁠

অমিতাভ বচ্চন লেখেন, “উত্তেজনা, আবেগ এবং আশঙ্কা। সবকিছু শেষ হয়ে গিয়েছে। টিভি দেখা হয়নি। যখনই দেখি আমরা হেরে যাই! কিছুতেই মাথায় আসে না কেন। শুধু চোখের জলের সঙ্গে দলের কান্না দেখা গিয়েছে”।

  
 ⁠

জয়ের মুহূর্তের ছবি পোস্ট করে দলের অধিনায়কের স্ত্রী অনুষ্কা লিখেছিলেন, “আমার মেয়ের সবচেয়ে চিন্তা ছিল এই খেলোয়াররদের কেউ আছে কি না, যারা তাঁদের জড়িয়ে ধরবে, কারণ ওঁরা কাঁদছে। হ্যাঁ সোনা… আজ ওদের আদর করেছে দেশের ১.৫ বিলিয়ন ভারতবাসী। কী দুর্ধর্ষ জয়। চাম্পিয়নস… অনেক শুভেচ্ছা টিম ইন্ডিয়া”।