সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন। টুইটারে নিজের ব্লগ লেখা হোক বা যে কোন বিষয়ে আপডেট দেওয়া সবকিছুতেই একদম সক্রিয় শাহেনশা। তবে এবার তিনি এমন একটি পোস্ট করলেন যা দেখে ফের চিন্তিত হয়ে পড়লেন অনুরাগীরা। তিনি হঠাৎ কেন এমন লিখলেন তা বুঝে উঠতে পারছেন না ভক্তরা।
নিজের ব্যক্তিগত জীবনের কোনও আপডেট হোক কিংবা বিশেষ কোনো ছবি, সব সময়ই সব কিছু নিজের ব্লগে পোস্ট করেন শাহেনশাহ। এমনকি কেবিসির মঞ্চের নানান মুহূর্ত শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়।
এবার তিনি শুধু কয়েকটা শব্দ লিখলেন সামাজিক মাধ্যমে। আর তাতেই চিন্তা বাড়ল অনুরাগীদের। তিনি লিখলেন, ‘যাব কি থেকে যাব?’ এই পোস্টের পরেই সকলে জানতে চেয়েছেন, কী হয়েছে তাঁর। কেন তিনি এই ধরনের লেখা লিখেছেন। যদিও এই নিয়ে আর পাল্টা কিছু জানাননি বিগ বি।
কিছুদিন আগেই তিনি আরও এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। তখন লিখেছিলেন, ‘ যাওয়ার সময় হয়ে গিয়েছে ‘। সেই পোস্ট দেখেও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। অনেকেই জিজ্ঞেস করেছিলেন কী হয়েছে তাঁর। কিন্তু তখনো কোনও জবাব দেননি বিগ বি।
৮১, বছর বয়সে এসেও চুটিয়ে কাজ করে যাচ্ছেন বিগ বি। অনেকেই জানতে চান এই বয়সেও কেন এত কাজ করেন তিনি? এমনকি নিজের অ্যাকশন দৃশ্যের শুটিংও নিজেই করেন। তিনি এই প্রসঙ্গে তিনি একবার লিখেছিলেন, “অনেকেই আমাকে কাজের সেটে জিজ্ঞাসা করে আমার কাজ করার কারণ। আমার কাছে এর কোনও উত্তর নেই। এটি আমার জন্য আরেকটি কাজের সুযোগ ছাড়া আর কী হতে পারে? প্রত্যেকেরই অবস্থার নিজস্ব মূল্যায়ন আছে। আপনার স্বাধীনতা আছে আপনার সিদ্ধান্তে পৌঁছাতে এবং আমার কাজের স্বাধীনতা আছে”।