আজ যাঁরা বড় বড় স্টার তাঁদের বেশিরভাগেরই স্টারডমের পেছনে রয়েছে কঠিন লড়াইয়ের কাহিনী। এদের মধ্যেই অন্যতম রাজেশ খান্না। রাজেশ খান্নাই ছিলেন প্রকৃত অর্থে বলিউডের প্রথম ‘স্টার’৷ এবার তাঁকে নিয়েই কলম ধরলেন বিগ বি অমিতাভ বচ্চন। নিজের ব্লগে লিখলেন রাজেশ খান্নার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতার কথা।
অমিতাভ লেখেন, রাজেশ খান্নার স্টারডম ছিল আকাশছোঁয়া। শান্ত-চুপচাপ মানুষ ছিলেন। অগুন্তি ফ্যান ফলোয়ার। সেটে ভক্তের জোয়ার আসত। ১৯৭০-এ স্পেন থেকে ফ্যানেরা আসত তাঁকে একঝলক দেখতে। কলকাতায় চাকরি ছেড়ে মুম্বইয়ে যাই অভিনয় করতে। যখন দেখি পাশে রাজেশ খান্নার মত সুপারস্টার রয়েছেন, বুঝে গিয়েছিলাম, আমার সুযোগ খুব কম।
আনন্দ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ ও রাজেশ। সেই অভিজ্ঞতা জানিয়ে অমিতাভ বচ্চন লেখেন, “ছবিটি আমার কাছে আশীর্বাদ স্বরূপ। যেই দর্শক জানল আমি রাজেশ খান্নার সঙ্গে অভিনয় করছি, আমার গুরুত্ব বেড়ে গেল।” শাহেনশাহ জানান, তিনি দ্বিতীয়বার রাজেশ খান্নাকে দেখেন ‘আরাধনা’ ছবিতে। নয়া দিল্লির কনোট প্লেসে। সেই সময় পর্দায় রাজেশকে দেখে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস কখনও ভোলার নয় বলেই জানান তিনি।
২০১২ সালের ১৮ জুলাই মৃত্যু হয় রাজেশ খান্নার। অবসান হয় একটা যুগের। অমিতাভ বচ্চন সেই দিনের অভিজ্ঞতার কথা লিখে জানান, মৃত্যুর সময় অস্পষ্ট স্বরে কয়েকটা কথা বলেছিলেন বলিউডের ‘কাকা’। তাঁর মুখে শোনা গিয়েছিল, “সময় হয়ে গিয়েছে, প্যাক আপ…”। সেই সঙ্গে সত্যিই প্যাক আপ হয়েছিল এক স্বর্ণ যুগের।