সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন। টুইটারে নিজের ব্লগ লেখা হোক বা যে কোন বিষয়ে আপডেট দেওয়া সবকিছুতেই একদম সক্রিয় শাহেনশা। তবে এবার তিনি এমন একটি পোস্ট করলেন যা দেখে হতবাক অনুরাগীরাও। নিজের কুসংস্কার মনোভাব নিয়ে একটি লেখা পোস্ট করলেন তিনি।
নিজের ব্যক্তিগত জীবনের কোনও আপডেট হোক কিংবা বিশেষ কোনো ছবি, সব সময়ই সব কিছু নিজের ব্লগে পোস্ট করেন শাহেনশাহ। এমনকি কেবিসির মঞ্চের নানান মুহূর্ত শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবার খেলা দেখার সময় তাঁর যে কুসংস্কার কাজ করে মনে সেই নিয়ে পোস্ট করলেন তিনি।
শাহেনশাহ লেখেন, “খেলা… ক্রিকেট… ফাইনালে জয় নির্ধারণের জন্য… আর সব ধরনের পরিবর্তন এবং অর্থ মন ও শরীরকে আক্রমণ করতে শুরু করে। আমি কি খেলা দেখতে পারি?.. মাঝে মাঝে যখন খেলা দেখা হয়… আমরা হেরে যাই… কিন্তু আজ তা অমান্য করেছি… তাই… কোথায় বসব, কীভাবে বসব… এক পা অন্য পায়ের উপর… কোন পায়ের উপর… বাঁকানো বা সোজা করা… জুতা পরা না খোলা… লেগ কার্ল পরিবর্তন করা যাবে কি না.. ওহ! একটা উইকেট পড়ে গেল.. না না না.. পায়ের পজিশনে প্রথম পা ফিরে যাও.. এভাবেই থাকো। উঠে পড়ো.. বিজ্ঞাপন শুরু হলে একটু হাঁটো, অথবা স্থির থাকো”।
তিনি আরও লেখেন, “চূড়ান্ত জয় না হওয়া পর্যন্ত, মনকে ভীষণভাবে বিচলিত করতে থাকে… সংযত নিয়ন্ত্রিত, কোনও ভয় নেই, কোনও উদ্বেগ নেই… শুধু দলের জয়ের আত্মবিশ্বাস… শেষ কয়েক বল পর্যন্ত উত্তেজনা ধরে রাখার জন্য, এবং বলটি সব বাধা অতিক্রম করে জয় ঘোষণা করে”।