উত্তরোত্তর বেড়েই চলেছে বচ্চন পরিবারের প্রতিপত্তি! কয়েক কোটি টাকার অফিস কিনলেন অমিতাভ

Published on:

মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একী লিখলেন অমিতাভ? ভাইরাল পোস্ট ঘিরে তুমুল জল্পনা

ছেলের পর এবার বাবা। উত্তরোত্তর প্রতিপত্তি বেড়েই চলেছে বচ্চন পরিবারের। কিছুদিন আগেই ছেলে ছয়টি ফ্ল্যাট কিনেছিল একটি অ্যাপার্টমেন্টে। এবার বাবা কিনে ফেললেন তিনটি অফিস। মুম্বইয়ের আন্ধেরি ভীরা দেশাই রোডের উপর তিনটি অফিস কিনলেন অমিতাভ বচ্চন।

জানা গিয়েছে, ভীর সাভারকর প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের থেকে সম্পত্তি কিনেছেন বিগ বি।৮ হাজার ৪২৯ স্কোয়ার ফিটের এই তিনটি অফিস ৫৯.৫৮ কোটি টাকা ব্যয়ে কিনেছেন তিনি। আইনি কাগজপত্রে সই সাবুদের কাজও সম্পন্ন হয়েছে। ২০২৩- এর অগাস্টে এই বিল্ডিংয়েই অমিতাভ চারটি অফিস কিনেছিলেন। তবে ওই অফিসগুলি তিনি ভাড়া দিয়েছেন।

   
 ⁠

মুম্বইয়ের বোরিভালি এলাকার ওবেরয় রিয়েলটির ওবেরয় স্কাই সিটি প্রজেক্টে ১৫.৪২ কোটি টাকায় ছ’টি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক বচ্চন। নথি অনুযায়ী প্রতি বর্গফুট ৩১,৪৯৮ টাকা দামে মোট ৪,৮৯৪ বর্গফুট জায়গা কিনেছেন বলিউড অভিনেতা।

  
 ⁠

এদিকে দুবাইতে নিজের বাড়ি রয়েছে ঐশ্বর্যর। সেই বাড়িকে মনের মত করে সাজিয়ে তুলেছেন তিনি। তার ওই বাড়ির মূল্য ১৫ কোটি টাকা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই বাড়িতে থাকতে দুবাইয়ে উড়ে যাবেন ঐশ্বর্য। তবে সেটা পাকাপাকি ভাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকছেই।