কেবিসির মঞ্চে এসে আবদার! এই খুদের স্বপ্ন পূরণের জন্য যা করলেন অমিতাভ বচ্চন….

Avatar

Published on:

কেবিসির মঞ্চে এসে আবদার! এই খুদের স্বপ্ন পূরণের জন্য যা করলেন অমিতাভ বচ্চন....

অরিজিৎ সিংয়ের গান ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে কথায় আছে একজন প্রকৃত শিল্পীই আর একজন শিল্পীর কদর করতে পারে। এক্ষেত্রেও হল তাই। কৌন বানেগা ক্রোরপতির মঞ্চে ঘটল এমনই এক ঘটনা।

অমিতাভ বচ্চনের সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতিতে খেলতে এসেছিল এক খুদে। সে অরিজিতের অন্ধ ভক্ত। পাগলের মত ভালবাসে অরিজিৎকে। তাঁর গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যায় ওই খুদে। আর এই কথা শুনেই গায়ককে ভিডিও কল লাগালেন অমিতাভ বচ্চন।

   
 ⁠

ছত্তিশগড়ের ভিলাইয়ে বিরাট আইয়ার, গায়কের গুণমুগ্ধ ভক্ত। তার বয়স সাড়ে আট বছর। কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে সে পঞ্চাশ লাখের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে সে। যদিও এক কোটির প্রশ্নে সে ব্যর্থ হয়।

  
 ⁠

ভিডিও কলে অরিজিৎকে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে ওই খুদে। বিগ বি বলেন, “বিরাট আপনার বড় ভক্ত। ওর বিশ্বাস করত একদিন না একদিন আপনার সঙ্গে ওর অবশ্যই দেখা হবে। তাই আমাদের পক্ষ থেকে আপনাকে ভিডিও কল করি। এটা আমাদের পক্ষ থেকে ওকে উপহার”।