সর্বদা বজায় থাক প্রেম ও শান্তি! ছেলের ছবির ঝলক দেখেই আপ্লুত অমিতাভ

Published on:

একের পর এক ব্যর্থতা, অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক! ছেলেকে কীভাবে মূলস্রোতে ফেরালেন অমিতাভ?

মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘আই ওয়ান্ট টু টক’-এর ট্রেলার। ছবিতে একজন বাবা-মেয়ের স্বাস্থ্য সংকটের লড়াইয়ের গল্প দেখা যাবে। আই ওয়ান্ট টু টক’-এর ট্রেলারটি সুজিতের ‘অক্টোবর’ এবং ‘পিকু’-এর মতো অন্যান্য চলচ্চিত্রের কথাও মনে করিয়ে দেবে। কারণ এটি একটি পরিবার ভিত্তিক ড্রামা।

ছেলের ছবির ঝলক দেখে দারুণ খুশি অমিতাভ। ছবি মুক্তির আগের দিনই তিনি ছুটে গিয়েছেন মন্দিরে, কিন্তু সকলের চোখ এড়িয়ে। পরে অবশ্য সে কথা জানিয়েছেন নিজেই। অনুরাগীরা মনে করছেন ছেলের সাফল্য কামনায় এই দেবদর্শন। শাহেনশাহ লিখেছিলেন, “আরে বাহ! দারুন অভিষেক। আমি এটা দেখার জন্য মুখিয়ে রয়েছি।”

   
 ⁠

নিজের ব্লগ, পোস্টে শাহেনশাহ লিখেছেন, “একটা দিন কাটল আধ্যাত্মিক পবিত্রতা, প্রার্থনা আর ঈশ্বরের আশীর্বাদ কামনায়… সিদ্ধিবিনায়ক এবং বাবুলনাথ মন্দির পরিদর্শন করলাম। বিশ্বাস আর আত্মিক অনুভবে পূর্ণ। সর্বদা বজায় থাক প্রেম ও শান্তি।”

  
 ⁠

এই চলচ্চিত্রটি এই অভিনেতা-পরিচালক জুটির প্রথম ছবি। ‘পিকু’, ‘সর্দার উদ্ধাম’ এবং অক্টোবরের মতো এই ছবিতেও পরিচালক তাঁর অভিনবত্ব দেখাবেন বলেই আশা করছে অনুরাগীরা। প্রসঙ্গত, ১৫ নভেম্বর এই ছবির মুক্তির কথা থাকলেও এখন এটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বর এই ছবির মুক্তির দিন ধার্য করা হয়েছে।