স্ত্রীর পছন্দকেই গুরুত্ব! আজও নিয়ম করে জয়ার জন্য এই উপহার নিয়ে যান অমিতাভ

Published on:

জয়াকে ফোনই করেননা অমিতাভ, এমনকি স্ত্রীর ফোনও ধরেননা! এমন ব্যবহার কেন করেন বিগ বি?

বলিপাড়ায় অন্যতম দাপুটে জুটি তাঁরা। সব রকম বিতর্ককে দূরে সরিয়ে আজও একসঙ্গে সংসার করছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এত বছর পরে এখনও বিগ-বি ফেরার সময় এই বিশেষ উপহার নিয়ে আসেন স্ত্রীর জন্য।

সম্প্রীতি কেবিসির সেটে অমিতাভ বলেন, “জয়াজির ফুলের মালা খুব পছন্দের। তো রাস্তায় কোনও বাচ্চা যখন মালা বিক্রি করতে আসে তখন আমি ওদের থেকে কিনি। কখনও সেই ফুলের মালা আমি জয়াকে উপহার দিই তো কখনও আবার গাড়িতে রেখে দিই। ওর জুঁই ফুল ভীষণ পছন্দের”।

   
 ⁠

সিমি আগরয়ালের একটি শোতে এসেছিলেন অমিতাভ-জয়া। সেখানে সঞ্চালিকা জয়াকে প্রশ্ন করেন তাঁরা যখন ডেটিং করছিলেন, তখন কতটা রোম্যান্টিক ছিলেন অমিতাভ? উত্তরে জয়া বলেন, “আমরা কখনওই কথা বলিনি। আমাদের খুবই কম কথা হত”। সঙ্গে সঙ্গে অমিতাভ মন্তব্য করে বলেন, “এটা আসলে সময় নষ্ট”।

  
 ⁠

জয়া বচ্চনের মতে, রোম্যান্টিকতা আসলে নিজের সঙ্গীর জন্য ওয়াইন এবং ফুল নিয়ে আসা। কিন্তু জয়ার এই ধারণা একেবারে নস্যাৎ করে দেন অমিতাভ। বলেন, “আমি কখনওই এসব করিনি”। তখন অভিনেত্রী বলেন, “হয়তো ওঁর যদি কোনও প্রেমিকা থাকত, তাহলে নিশ্চয়ই এসব করতেন। কিন্তু আমার মন