জন্মদিনে মাকে নিয়ে হৃদয়বিদারক পোস্ট অমিতাভের! আবেগঘন অনুরাগীরা

Avatar

Published on:

জন্মদিনে মাকে নিয়ে হৃদয়বিদারক পোস্ট অমিতাভের! আবেগঘন অনুরাগীরা

সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় অমিতাভ বচ্চন। তাঁর যে কোন পোষ্ট মুহুর্তেই ভাইরাল হয়। আজ তাকে গোটা বিশ্ব চেনে। অমিতাভ বচ্চন শুধু নামটাই যথেষ্ট এখন। প্রত্যেক রবিবার জলসার বাইরে বারান্দায় এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান তিনি। তাকে এক ঝলক দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে ভক্তরা। এবার নিজের মায়ের জন্মদিনের আগে এক আবেগঘন পোস্ট করেছেন বিগ বি। যে পোস্ট ভাইরাল হয়েছে মুহূর্তেই।

প্রয়াত মা তেজি বচ্চনের জন্মদিনের আগে একটি আবেগময় বার্তা শেয়ার করেছেন। বিগ বি লিখেছেন, “আগামীকাল পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ভালো দিন। মা কে স্মরণ করার দিন। ১২আগস্ট, তার শক্তি, তার উষ্ণতা, তার সৌজন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উজ্জ্বলের প্রতি তার বিশ্বাস এবং ভালবাসা প্রকাশের দিন। আমাদের সকলের ভবিষ্যত এবং আমাদের সাথে সম্পর্কিত সমস্ত সুন্দর জিনিস। এর থেকে বেশি আর কিছু বলার দরকার নেই।”

   
 ⁠

তাঁর মা একজন সমাজকর্মী ছিলেন এবং স্বাধীনতার আগে লাহোরে মনোবিজ্ঞানের শিক্ষাও দিতেন। ২০০৭ সালের ২১শে ডিসেম্বর প্রয়াত হন অমিতাভ বচ্চনের মা তেজি বচ্চন। তার এই হৃদয় বিদারিত পোষ্ট মন ছুয়ে গেছে অনুরাগীদের।

  
 ⁠

কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবি কল্কি ২৮৯৮ এডি’ তে দেখা গিয়েছে তাকে। সাদা চুল-দাঁড়ি, চোখের নিচে গাঢ় কাজল আর কপালে হলুদ টিপ, প্রস্থেটিক মেকআপে অনবদ্য রূপে ধরা দিয়েছেন অমিতাভ। সিনেমার অন্যসব বিতর্ক পাশ কাটিয়ে অশ্বত্থমার চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অমিতাভের প্রশংসা করছেন সবাই।