মুখশ্রীর থেকেও মনটাকে সুন্দর করতে হবে! নাম না করেই বৌমাকে খোঁচা অমিতাভের

Published on:

মুখশ্রীর থেকেও মনটাকে সুন্দর করতে হবে! নাম না করেই বৌমাকে খোঁচা অমিতাভের

সম্পর্কে তারা শ্বশুর পুত্রবধূ হলেও তাদের এই সম্পর্ক নিয়ে রীতিমতো চর্চা চলে সারাক্ষণ। বৌমার বিপদে তাঁর পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করতেও দেখা গিয়েছে বিগ বি কে বহুবার। কিন্তু এবার এমন এক মন্তব্য করলেন তিনি যাতে মনে হল সম্পর্ক হয়ত সত্যিই তলানিতে।

সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতিতে এক প্রতিযোগী আসেন। তিনি বিগ বি কে বলেন, আপনার বউমা ঐশ্বর্য তো দারুণ সুন্দরী। তাঁর সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায় না। আপনি তো ওর সঙ্গেই থাকেন এক বাড়িতে। একটু সুন্দর থাকার টিপস দেবেন।

   
 ⁠

এই কথা শুনে প্রথমে হতচকিত হয়ে গেলেও পরে সামলে নিয়ে তিনি বলেন, ঐশ্বর্য সত্যিই খুব সুন্দরী। কিন্তু মুখের সৌন্দর্য সারাজীবন থাকে না। বরং মন থেকে সুন্দর থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। কারণ, মনের সৌন্দর্যই জীবনকে এগিয়ে নিয়ে যায়। সবাইকে ভালবাসা শেখায়। এটা অত্যন্ত জরুরি। তাই মুখশ্রীর থেকেও মনটাকে সুন্দর করতে হবে।

  
 ⁠

বিগ বির এই মন্তব্যের পরেই মনে করা হচ্ছে প্রচ্ছন্ন ভাবে ঐশ্বর্যর স্বভাবকেই নিশানা করেছেন তিনি। নেটিজেনদের মতে এর থেকেই বোঝা যাচ্ছে সম্পর্ক শীতল হয়েছে।