একসঙ্গে তিনটে শিফটে কাজ! সময় দিতে না পারায় অমিতাভকে কী বললেন জয়া?

Avatar

Published on:

স্ত্রীকে নিয়ে কতটা নিরাপত্তাহীনতায় ভোগেন অমিতাভ? কেবিসির মঞ্চে মুখ খুললেন বিগ বি

বলিপাড়ায় অন্যতম দাপুটে জুটি তাঁরা। সব রকম বিতর্ককে দূরে সরিয়ে আজও একসঙ্গে সংসার করছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। কিন্তু বিগ-বি কতটা সময় দিতে পারেন পরিবারকে? জয়া বচ্চনকেই বা কতটা সময় দেন বিগ বি? এবার এই প্রশ্নই করলেন কেবিসিতে আসা এক প্রতিযোগী। আর তার যথাযথ উত্তরও দিলেন অমিতাভ।

অমিতাভকে প্রতিযোগী সুমিত্রা দীনেশ জিজ্ঞেস করেন, সময় দিতে না পারার কারণে জয়া বচ্চন কখনো অভিযোগ করেছেন কিনা? উত্তরে অমিতাভ বলেন, তিনি একই সাথে তিনটি ছবির শুটিং করছেন, যার জন্য তিনি তিনটি ভিন্ন শিফটে কাজ করতেন। এ কারণে তিনি তার পরিবারের জন্য খুব কম সময় পেতেন।

   
 ⁠

এই নিয়ে জয়া বচ্চন কখনোই কোনও অভিযোগ করেননি বলে জানান অমিতাভ। বলেন, শ্বেতা এবং অভিষেককে বড় করার জন্য বিরাট আত্মত্যাগ করেছেন জয়া। তিনি সবসময় সমর্থন করতেন এবং কখনও অভিযোগ করেননি। তিনি তার স্ত্রী জয়া বচ্চনের প্রশংসা করেছেন।

  
 ⁠

জয়া বচ্চন একবার নিজেদের সম্পর্ক নিয়ে জানিয়েছিলেন, “সম্পর্কের এই জায়গায় একটু যত্নশীল হতে হয়। যেটা তোমার প্রজন্ম করে না। যতক্ষণ না তুমি একজনকে সম্মান করছো, ততক্ষণ পর্যন্ত সেখানে কোনও প্রেম থাকে না। সীমারেখা ভীষণ জরুরি। এখানেই শেষ নয়, জয়া আরও বলেন, এই প্রজন্মে সম্পর্ক আছে, প্রেম নেই”।