বিনোদন

আর কত কাঁদাবে আমাকে! হঠাৎ জন্মদিনে কান্নায় ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন

আজ তাকে গোটা বিশ্ব চেনে। অমিতাভ বচ্চন শুধু নামটাই যথেষ্ট এখন। এই বিগ বি কেই কাঁদতে দেখা গেল কৌন বানেগা ক্রোরপতির মঞ্চে। কেবিসির সেটে কান্নায় ভেঙে পড়লেন তিনি। তবে এই কান্না দুঃখের নয় বরং আনন্দের।

চ্যানেল কর্তৃপক্ষ কেবিসির একটি প্রোমো প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনের চোখের কোনায় জল চিকচিক করছে। তাঁকে সকলের সামনে টিস্যু খুঁজতেও দেখা গিয়েছে। কারণ কৌন বনেগা ক্রোড়পতির নির্মাতারাও দুর্দান্ত কিছু পরিকল্পনা করেছেন তাঁর জন্য।

আরও পড়ুন: মৃত্যুর এক বছর পর লতা মঙ্গেশকরের স্বপ্ন পূরণ করল পরিবার! কী ছিল সুরসম্রাজ্ঞীর শেষ ইচ্ছে?

আজ ১১ অক্টোবর বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের জন্মদিন। এবার ৮১ বছর বয়সে পা দিলেন তিনি। তার আগে কেবিসির সেটে তার জন্য জন্মদিনের আয়োজন করা হয়েছিল। এই আয়োজন দেখেই আবেগ আপ্লুত হয়ে চোখে জল চলে আসে তার। প্রোমোতে দেখা যাচ্ছে বিশেষ দিনটি উদযাপনের জন্য বিগ বি দর্শক এবং কেবিসিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “আমাকে আর কত কাঁদাবে? আমি সবাইকে টিস্যু দিতাম, এখন আমার একটা দরকার। এই প্ল্যাটফর্মে আমার জন্মদিন সেরা পালিত হয়েছে”।

আরও পড়ুন: উন্মুক্ত ক্লিভেজে দেশি ওয়াইন গানে উদ্দাম নাচ! মোনালিসা যেন বম্বশেল

এর আগেও এই মঞ্চে তার জন্মদিন পালন করা হয়েছে। তাঁকে চমকে দিয়ে ঐশ্বর্য রাই, আরাধ্যা বচ্চন এবং অগস্ত্য নন্দার মতো পরিবারের সদস্যরাও তাঁকে ভিডিয়ো বার্তা পাঠিয়েছিলেন। এবারেও বিদ্যা বালান, ভিকি কৌশল, চিরঞ্জীবী, এবং বোমান ইরানির মতো অভিনেতারা অমিতাভের জন্য তাদের বিশেষ বার্তা দিয়েছেন৷

Back to top button