‘যেটা আমার সেটা আমার…’! ছেলে অভিষেকের সঙ্গে কী বিবাদে জড়ালেন অমিতাভ?

তিনি বিগ বি, বলিউডের শাহেনশাহ। টাকার অভাব নেই এক বিন্দুও। তবুও নিজের ছেলেকেই টাকা দিতে অস্বীকার করলেন অমিতাভ বচ্চন।কিন্তু কেন? যদিও তার এই মন্তব্য শুনে তাজ্জব গোটা দর্শক মহল। কী এমন হল যার জন্য এমন বললেন তিনি।
আসল ব্যাপার হল অন্য। কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানে প্রতিযোগী হয়ে এসেছিলেন অমিতাভ বচ্চন। অন্যদিকে সঞ্চালকের চেয়ারে ছিলেন তাঁরই ছেলে অভিষেক বচ্চন। এরপরেই শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। একের পর এক ধাপ পেরিয়ে একটু একটু করে বড় অঙ্কের দিকে এগোচ্ছেন বিগ বি।
এরপর এক পর্যায়ে এসে অভিষেক বলেন, “আজকে উনি যে টাকা বাড়ি নিয়ে যাবেন সেই টাকাটা উনার ছেলেকে দেবেন”। আর এই কথারই চরম বিরোধিতা করে বসেন অমিতাভ। তাঁকে এই কথা বলেছে জিজ্ঞেস করেন। পাল্টা অভিষেক বলেন, “তুমিই তো বলেছো, যা তোমার সেটাই আমার। তাহলে আজকের টাকাটা নয় কেন”।
এরপরেই এর পাল্টা জবাবে অমিতাভ বলেন, ” আজকে আমি যেটা জিতব সেটা একেবারেই তোমার নয়। ওটা শুধুই আমার”। এরপরেই হাসির রোল ওঠে গোটা ফ্লোরে।অন্যদিকে হতবম্ব হয়ে তাকিয়ে থাকেন অভিষেক বচ্চন।