কলেজেই ভর্তি হতে পারছিলেন না অমিতাভ! কেবিসি- র মঞ্চে স্মৃতিচারণ করে আবেগে ভাসলেন বিগ বি

আজ তাকে গোটা বিশ্ব চেনে। অমিতাভ বচ্চন শুধু নামটাই যথেষ্ট এখন। কিন্তু একসময় এই বিখ্যাত অভিনেতা কেউ পড়তে হয়েছিল দারুন সমস্যায়। দিল্লির কোনও কলেজেই ভর্তি হতে পারছিলেন না তিনি। কিন্তু কেন? কী এমন হয়েছিল? কেবিসির সেটে অবশ্য সে কথা জানালেন বিগ বি।
তিনি বলেন, “আমি কিছুতেই কলেজে ভর্তি হতে পারছিলাম না। আমি দিল্লির কলেজগুলোয় অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছিলাম। তখন কেউ আমাকে বলেছিল যে আমি চণ্ডীগড়ে গেলে ভর্তি হতে পারব তাই আমি সাইকেলে চণ্ডীগড় গিয়েছিলাম। পরে আরও খোঁজাখুঁজির পর অবশেষে দিল্লিতেই ভর্তি হলাম। আমি বিএসসি নিয়েছিলাম এবং প্রথম লেকচারটির পরে বুঝতেই পারি যে এটা আমার জন্যে নয়। অবশেষে অনেক কষ্টে আমি তিন বছরে বিএসসি নিয়ে স্নাতক হয়েছি”।
তবে এখানেই শেষ নয়। কাজের খোঁজে কলকাতায় এসেও তাঁকে পড়তে হয়েছিল বিপদে। এখানে এসে তাঁর থাকার জায়গা ছিল না। কাজের জন্য কলকাতায় এসে অলিতেগলিতে ঘুরে বেড়াতেন তিনি। কোনও বাড়িতে বেশি দিন থাকতে পারতেন না। কারণ সেখানে টাকা দিতে পারতেন না আবার সেখান থেকে তাড়িয়ে দেওয়া হত তাঁকে। এইভাবেই কাটছিল দিন।
কিন্তু প্রথম দিকে তাঁর থাকার জায়গা হয়েছিল এক বিরাট বাড়িতে। সেটি ছিল পণ্ডিত বিজয় কিচলুর বাড়ি। অমিতাভের বাবা ছিলেন তাঁর ইংরেজির শিক্ষক। তাই, নিজের শিক্ষকের ছেলেকে বাড়িতে থাকতে দিয়েছিলেন তিনি। ওনার বাড়ি ছিল লাউডন স্ট্রিটের ন্যাশনাল টাওয়ারে।
এরপর সেখান থেকে এই ফ্ল্যাটের এক তলায় পেয়িং গেস্ট হিসেবে ভাড়া থাকতেন তিনি। সেই বাড়িটি আবার ছিল এই বিজয় কিচলুর এক বন্ধুর বাড়ি। প্রায় দেড় বছর সেই ফ্ল্যাটে থেকেছিলেন।
তাই কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। কলকাতার প্রতিটি রাস্তা তিনি চেনেন। কলকাতার প্রতিটি খাবারের স্বাদ তিনি জানেন। এছাড়াও বহু সিনেমার শুটিং তিনি কলকাতার রাজপথে করেছেন। তাই এই শহর অমিতাভ বচ্চনের কাছেও এক অন্য আবেগের জায়গা।