প্রসেনজিতের প্রশংসায় স্বয়ং বিগ বি! হঠাৎ কেন বুম্বা দার প্রশংসা অমিতাভের গলায়?

কয়েক দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রচলিত কথা অনুযায়ী তিনি ইন্ডাস্ট্রি। যুগের সাথে তাল মিলিয়ে বদল হয়েছে তার সিনেমার ধরন। একই সঙ্গে নিজেকে বদলেছেন অভিনেতা। কিন্তু ৫০ বছর পেরিয়েও নিজেকে একইভাবে স্টানিং লুক এ ধরে রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার এই বুম্বাদার প্রশংসায় পঞ্চমুখ বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
পুজোতেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি দশম অবতার। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এক ঝাঁক তারকাকে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তার ট্রেলার। আর সেই ট্রেলার দেখেই মুগ্ধ অমিতাভ বচ্চন। ট্রেলার দেখেই প্রসেনজিতকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় দশম অবতারের ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘বুম্বা প্রতি বারের মতোই তোমার জন্য শুভকামনা।’’ এদিকে অমিতাভ বচ্চনের কাছ থেকে প্রশংসা পেয়ে উচ্ছসিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তিনিও ধন্যবাদ জানিয়েছেন বিগ বিকে।
প্রসঙ্গত, পুজোতে রিলিজ করছে সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার। এই ছবিতে দেখা যাবে, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যদের। ইতিমধ্যেই টুকরো টুকরো ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সেই ঝলক দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা বড়পর্দার চমকের জন্য মুখিয়ে রয়েছেন।