‘ক্লিনিক্যালি ডেড’ অমিতাভ! চিকিৎসকের জবাবে আকাশ ভেঙে পড়েছিল বচ্চন পরিবারের মাথায়

Published on:

'ক্লিনিক্যালি ডেড' অমিতাভ! চিকিৎসকের জবাবে আকাশ ভেঙে পড়েছিল বচ্চন পরিবারের মাথায়

১৯৮২ সাল, হঠাৎ খবর আসে মৃত অমিতাভ বচ্চন। এই খবরে আকাশ ভেঙে পড়েছিল বচ্চন পরিবারের মাথায়। অমিতাভ বচ্চন ‘ক্লিনিক্যালি’ মৃত বলে জানিয়েছিলেন চিকিৎসক। সেই ভয়াবহ দিন আজও দুঃস্বপ্নের মতোই বচ্চন পরিবারের কাছে।

বরাবরই নিজের অ্যাকশনের দৃশ্যের শুটিং নিজেই করতে ভালোবাসেন অমিতাভ বচ্চন। কোনও রকম বডি ডাবিং নিতে চাননা তিনি।কুলির সেটে অমিতাভকে হারাতে বসেছিল সকলেই। ডাক্তার দিয়ে দিয়েছিলেন জবাবও।

   
 ⁠

কুলি ছবির সেই সেটে একটি মারপিটের দৃশ্যে অভিনয় করছিলেন বিগ বি। সেই সময় একটা দৃশ্যে হাতাহাতি করতে গিয়ে হঠাৎই গুরুতর আঘাত পান তিনি।আঘাত এতটাই গুরুতর ছিল যে হাসপাতাল নিয়ে যেতে যেতেই মরণাপন্ন অবস্থা হয়েছিল তাঁর।

  
 ⁠

সেই সময় চিকিৎসকরাও জবাব দিয়ে দিয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, ক্লিনিক্যালি ডেড, অর্থাৎ হয়তো মারা গিয়েছেন অমিতাভ। এরপর দীর্ঘ যমে মানুষের টানাটানির পর, অসংখ্য অনুগামীদের প্রার্থনার জোরে ফিরে আসেন তিনি।সেই যাত্রায় বেঁচে ফিরেছিলেন অমিতাভ। তবে থেকেই তিনি মনে করেন, সেটা তাঁর দ্বিতীয় জন্ম। তারিখটা ছিল ২ অগাস্ট।

আজও সোশ্যাল মিডিয়ায় ২ অগাস্ট তাঁকে সেই জন্মদিনে শুভেচ্ছা জানান। হঠাৎই নিজে অ্যাকশন করার সিদ্ধান্ত নেওয়ায় আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরে আসল পুরোনো স্মৃতি।