তোমার ছবি দেখে বাবার কথা মনে পড়ে যাচ্ছে! অভিষেকের সিনেমা দেখে আবেগাপ্লুত অমিতাভ

Published on:

একের পর এক ব্যর্থতা, অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক! ছেলেকে কীভাবে মূলস্রোতে ফেরালেন অমিতাভ?

বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা টানা হয় অভিষেকের। নিজের পেশাদারী জীবনে একেবারেই তিনি সফল নন বলে কটাক্ষও হতে হয় বিভিন্ন মহলে। তবে এবার তার নতুন ছবি আই ওয়ান্ট টু টক ছবি দেখে আবেগে ভাসলেন খোদ অমিতাভ।

সম্প্রতি মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত ছবি আই ওয়ান্ট টু টক। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অভিষেককে। ছেলের ছবির মুক্তির পরেই তিনি সেই ছবি দেখেননি। বরং কিছুদিন পর প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন। আর সেই ছবি দেখেই ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন বিগ বি।

   
 ⁠

ছেলের প্রশংসা করে বিগ বি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কিছু সিনেমা আপনি বিনোদনের জন্য দেখেন আর কিছু সিনেমা আপনাকে ভাবতে সাহায্য করে। ’আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি তেমনি একটি সিনেমা। থিয়েটারে বসে, স্ক্রিনের দিকে তাকালে মনে হবে আপনি কোথাও নিজেকেই যেন দেখতে পাচ্ছেন”।

  
 ⁠

আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অর্জুন সেনের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। অর্জুন সেন এমন একজন মানুষ, যিনি তাঁর জীবনে অনেক কথাই বলতে চান কিন্তু বলতে পারেন না। ছবির চরিত্রের প্রসঙ্গে টেনে অমিতাভ লেখেন, “তুমি সত্যিই ছবির অর্জুন সেন। নিজেকে প্রমাণ করেছ তুমি। মানুষ তোমার নামে যেমন ভাল কথা বলবে, তেমন খারাপ কথাও বলবে। জেনে রেখো যার যতটা তোমাকে দরকার ঠিক ততটাই কথা তোমার নামে বলবে। তোমাকে নিয়ে খারাপ বা ভালো ভাবা মানুষের কাছে শুধুই প্রয়োজনীয়তা”।

এমনকি ছবি দেখে নিজের বাবার কথাও স্মরণ করেছেন বর্ষীয়ান অভিনেতা। তিনি নিজের পোস্টে যোগ করেন, “সিনেমাটি দেখে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে। বাবার বলা অনেক কথাই আজ মনে হচ্ছে আমার। তুমি খারাপ বা ভালো কোনওটাই মানুষের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে না। তুমি তোমাকে কতটা চিনলে সেটাই সব থেকে বেশি প্রয়োজন”।