৮১ বছর বয়সে ফের ফিরেছেন হট সিটে! কেবিসির একটা এপিসোড করতে কত পারিশ্রমিক নেন অমিতাভ?ও

Avatar

Published on:

অমিতাভের ক্ষমতা নিয়ে প্রশ্ন! দোকানিকে যোগ্য জবাব দিয়েছিলেন বিগ বি

দু’ দশক পেরিয়ে কেবিসি আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়। গতবছর কেবিসির ১৫তম মরশুম শেষ হয়েছিল। কিন্তু অগুনতি ভক্তের
ভালোবাসায় ফের শুরু হয়েছে এই কুইজ শো। ১৬তম সিজন দেখানো শুরু হল সোমবার থেকে। রাত ৯টায় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে এই অনুষ্ঠান দেখানো শুরু হয়েছে। কিন্তু জানেন কি এই কৌন বনেগা ক্রোড়পতি একটা এপিসোড করতে কত টাকা পারিশ্রমিক নেন অমিতাভ বচ্চন?

২০০০ সালের ৩ জুলাই টেলিভিশনে প্রথম শুরু হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ২৪ বছর পেরিয়ে এবার সেই অনুষ্ঠান ১৬তম সিজনে প্রবেশ করেছে। একটি বিভাগের নাম ‘স্পেশাল ট্যুইস্ট’, একটি নতুন অপশনের নাম ‘দুগনাস্ত্র’ বলে এবারের সিজনে নতুন কিছু বিষয় যোগ করা হয়েছে। ষষ্ঠ প্রশ্ন থেকে দশম প্রশ্নের মধ্যে ‘দুগনাস্ত্র’ ব্যবহার করতে পারবে। সঠিক উত্তর দিলে তাঁরা পাবেন দ্বিগুণ অর্থ। বোনাস প্রশ্ন থাকবে এবার যার নাম ‘সুপার সওয়াল’ যা প্রথম ৫ প্রশ্নের পর হাজির হবে।

   
 ⁠

অমিতাভ বচ্চন যখন ২০০০ সালে উদ্বোধনী কেবিসি মরসুম হোস্ট করতে রাজি হয়েছিলেন, তখন তিনি কেরিয়ারের সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে ছিলেন। দ্বিতীয় সিজনের পর নাম প্রত্যাহার করেন তিনি। তৃতীয় সিজনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শাহরুখ খান। কিন্তু ভক্তদের টানে চতুর্থ সিজন থেকে ফের আসেন সঞ্চালকের ভুমিকায়। সেই থেকে এখনও প্রতিযোগীদের হট সিটের বিপরীত দিকের আসন টা তাঁর জন্যই বরাদ্দ।

  
 ⁠

কেবিসি সিজন ১ –এ তাঁর পারিশ্রমিক ছিল ২৫ লক্ষ টাকা। সেই পরিমাণই এখন বেড়ে হয়েছে ৫ কোটি টাকা। গত সিজনে এই টাকার পরিমাণ ছিল ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে।

গত বছর যখন কৌন বানেগা ক্রোড়পতির শেষ পর্ব সম্প্রচারিত হল তখন চোখের জলে আবেগ তাড়িত হতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন কে। শেষ পর্বে হাজির ছিলেন বিদ্যা বালন, শিলা দেবী, শর্মিলা ঠাকুর এবং সারা আলি খানের মতো তারকারা। সেখানেই অমিতাভ বচ্চনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতির কথা বলতে থাকেন তাঁরা। কিন্তু তার মধ্যেই গলা বুজে আসে শাহেনশার। আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।