কালজয়ী ছবি শোলে। জয়, বীরু আর বাসন্তীর বন্ধুত্বের প্রতিটি মুহূর্ত এখনও জীবন্ত দর্শকদের কাছে। তবে এত গেল পর্দার কথা। কিন্তু ক্যামেরার পেছনেও এমন অনেক ঘটনা ঘটে যা জানতে উৎসুক থাকেন দর্শকরা। তেমনই এক ঘটনা ঘটেছিল শোলের শুটিংয়ের সময়েও।
একবার কেবিসির মঞ্চে এসেছিলেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। সেখানে এসেই একের পর এক গল্প বলেছিলেন হেমা। অমিতাভ বচ্চন শোলে ছবির শ্যুটিং থেকে অনেক গল্প শেয়ার করেছেন।
অমিতাভ জানান, একবার তাঁকে ও ধর্মেন্দ্রকে প্রায় ৪ হাজার জনতা ঘিরে ধরেছিল। যদিও তাঁদের উদ্দেশ্য ছিল ধর্মেন্দ্রকে একবার চাক্ষুষ করা। এত ভিড় দেখে ঘামতে শুরু করেন তিনি।
অমিতাভ বলেন, “বাজারের মাঝখানে আমাদের গাড়ি সমস্যায় পড়ে। এটি একটি ব্যস্ত বাজার এবং সেখানে মানুষের ভিড় ছিল। গাড়ি থেকে নামতেই লোকজন ধর্মেন্দ্রকে চিনতে পারল। ধর্মেন্দ্রকে দেখতে এখানে ভিড় জমেছে। তাঁকে দেখতে প্রায় চার হাজার ভক্ত সেখানে আসেন”।
বিগ বি যোগ করেন, “আমরা বাজার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা অটো নিলাম এবং রামগড় পর্যন্ত অটো চালিয়ে সেটে পৌঁছলাম। এই ঘটনা আজ পর্যন্ত মনে আছে”।