নিউইয়র্কে ভক্তের বাড়িতে অমিতাভের মূর্তি! গুগল ম্যাপেও এই পর্যটন কেন্দ্র দেখতে ভিড় পর্যটকদের

Published on:

৮১ বছরে এসেও কিসের টানে কাজ করছেন বিগ বি? নিজেই স্পষ্ট করলেন সেই কথা

আজ তাকে গোটা বিশ্ব চেনে। অমিতাভ বচ্চন শুধু নামটাই যথেষ্ট এখন। একসময় এই বিখ্যাত অভিনেতা থাকার জায়গা ছিল না। আর আজ তাঁর মূর্তি বসেছে নিউইয়র্কে এক ভক্তের বাড়িতে। সেই জায়গা এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে।

গোপী শেঠ নিউইয়র্কের ম্যানহাটনের প্রায় ৩৫কিলোমিটার দক্ষিণে এডিসন শহরের বাসিন্দা। তিনি বাড়িতে বছর দুয়েক আগে অমিতাভ বচ্চনের একটি মূর্তি স্থাপন করেন। আর এরপরেই সেই মূর্তি দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমান তাঁর বাড়িতে।

   
 ⁠

সম্প্রতি ব্যবসায়ীর পোস্ট করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। শুধু তাই নয়, বিশালাকায় এই মূর্তি গুগল ম্যাপেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিদিন ২০ থেকে ২৫ গাড়ি পর্যটক আসেন বলে জানান ওই ব্যবসায়ী।

  
 ⁠

তিনি বলেন, “অমিতাভ বচ্চন মূর্তির জন্য আমাদের বাড়িটি সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে। গুগল সার্চ দ্বারা স্বীকৃত, এই সাইটটি প্রতিদিন ক্রমবর্ধমান সংখ্যক দর্শকদের আকর্ষণ করে”।