সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, সাপ বা অন্য কোনও সরীসৃপকে কব্জা করা যেন তাঁর বা হাতের খেল।সাপের মুখের ভিতরে নিজের হাত ঢুকিয়ে দিলেন এক যুবক। ভিডিয়ো দেখে চমকে উঠেছেন দর্শকরা।
‘দ্য রিয়্যাল টারজান’ বলে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাইক হোলস্টাইন নামে ওই যুবক অ্যানাকোন্ডাকে বাঁ হাত দিয়ে ধরে তার মুখটি নিজের ডান হাতের উপর বসাচ্ছেন। তাঁর কব্জির উপর দাঁত গেঁথে দিয়েছে সরীসৃপ। যুবকের হাতের মাংস কেটে বসে যায়, ঝরতে থাকে রক্তও। কিছু ক্ষণ পর সাপটির মুখ থেকে নিজের হাতটি বার করে আনেন মাইক।
ওই ভিডিওতে আরও দেখা যায়, সাপটির মুখে রক্ত লেগে আছে। কিন্তু তাতেও কোনও প্রতিক্রিয়া নেই যুবকের। সে অবলীলায় হাতটি আবার বের করে আনছে। এমনকি এরপরেও সে সাপটিকে পায়ের সঙ্গে পেঁচিয়ে নিয়ে নিজের হাতের অবস্থা দর্শকদের দেখাতে থাকেন ক্যামেরায়। শেষে লম্বা সাপটিকে এক হাতে নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়াতেও দেখা গিয়েছে মাইককে।