সোশ্যাল মিডিয়ায় আনন্দের খবর শেয়ার করতেই উড়ে এলো কটাক্ষ! হঠাৎ কী এমন জানালেন অভিনেত্রী অনামিকা?

অনুরাগীদের ভালোবাসা পেয়ে আপ্লুত। তাই তাদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। কিন্তু বদলে সেই অনুরাগীদের কাছ থেকেই মিলল কটাক্ষ। সোশ্যাল মিডিয়ায় আনন্দের খবর পোস্ট করতেই ধেয়ে এলো সমালোচনার ঝড়। হঠাৎ হলটা কী?
ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের ফলোয়ার সংখ্যা ৩ লক্ষ ৫০ হাজার অতিক্রম করেছে। সেই কারণেই অনুরাগীদের ভালোবাসায় তিনি আপ্লুত হয়ে তাদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন। তবে এই পোস্ট করতেই তাকে হতে হয়েছে কটাক্ষের শিকার। আর এই কটাক্ষের নেপথ্যে রয়েছে তার পোশাক।
নিজের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, “আমাকে এত ভালবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ”। আর এই পোস্টেই এসেছে একের পর এক কুরুচিকর মন্তব্য। তিনি যে পোশাক পরে ছবি দিয়েছেন তাতে দৃশ্যমান তার বক্ষ বিভাজিকা। তাই পোশাক নিয়েই কটাক্ষ করেছেন নেটিজেনরা।
কিছুদিন আগে এক রিলস পোস্ট করেও সমালোচনা জুটেছিল তাঁর কপালে। কাভালাইয়ার গানে রিলস বানিয়েছিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। তবে রিলস পোস্ট করতেই কটাক্ষের শিকার হন অভিনেত্রী।
সমালোচকরা কেউ লিখেছিলেন, “এটা নাচ না কি ছোটবেলার স্কুলের পিটি হচ্ছে”। আবার কারোর কথায়, মনে হচ্ছে যোগা প্র্যাকটিস হচ্ছে। কেউ কেউ আবার বলছেন, “হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি। না আছে কোনও এক্সপ্রেশন, না আছে কোনও ভালো ডান্স স্টেপ”।তবে এই সব কিছুকে পাত্তা দিতে রাজি নন অভিনেত্রী।