বয়সের ভারে জর্জরিত, তবুও অভিনয়ের ডাক ফেরান না ‘বিন্দু মাসি’! জানালেন জীবনের শেষ ইচ্ছের কথা

Avatar

Published on:

বয়সের ভারে জর্জরিত, তবুও অভিনয়ের ডাক ফেরান না ‘বিন্দু মাসি’! জানালেন জীবনের শেষ ইচ্ছের কথা

অভিনয়ের লোভ ছিল ছোট থেকেই। কিন্তু বিয়ের পর পর্দায় রোম্যান্স করা যাবে না। তাই নায়িকা হওয়ার প্রথম শর্তেই বাঁধা। কিন্তু অভিনয় তো ভালোবাসা, তাই যেন প্রকারে সেই বিষয়টি ধরে রাখতেই হবে। অগত্যা প্রায় সমবয়সী কিংবা বয়সে বড় নায়কদেরও ‘মা’ হয়ে ওঠেন অনামিকা সাহা। এর জন্য কোনও আক্ষেপ নেই তাঁর।

বয়সের ছাপ পড়েছে শরীরে। এমনকি নুইয়েও পড়ছে। কিন্তু এখনও লাইট ক্যামেরা অ্যাকশন টানে তাঁকে। ক্যামেরার সামনে দাঁড়ালেই দূর হয়ে যায় সমস্ত শরীরী খেদ। পেয়ে বসে অভিনয়ের খিদে। তাই তো এখনও। কাজ না থাকলে অবসাদে ভোগেন অনামিকা সাহা। বয়সের ভারে জর্জরিত, তবুও অভিনয়ের ডাক ফেরান না টলিউডের ‘বিন্দু মাসি’।

   
 ⁠

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়ের মা কিংবা শাশুড়ির চরিত্রে তুমুল জনপ্রিয়তা তাঁর। তারপরেও শঙ্কা ঘিরে ধরেছে তাঁকে। পাছে দিল্লিতে মেয়ের কাছে গেলে যদি অভিনয়ে ভাঁটা পড়ে তাই কলকাতাতেই থাকেন। তাঁর জীবনের একটাই ইচ্ছে যেন কাজ করতে করতেই মৃত্যু হয় তাঁর।

  
 ⁠

অনামিকা সাহার বয়স বর্তমানে ৬৬ বছর। ‘চক্রবূহ্য’ ছবিতে খুব শিগগির মাফিয়া কুইনের ভূমিকায় দেখা যাবে অনামিকাকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই মুক্তি পাবে শুভদীপ চক্রবর্তীর এই ছবি।

এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “আমি কাজ করতে করতেই চলে যেতে চাই। সৌমিত্র দার মতো, মঞ্চে থাকতে থাকতে আমি যেন মরতে পারি। শেষটা নিয়েই এখন বড্ড ভয় পাই, কী জানি, কী লেখা আছে। ঈশ্বর আমায় এইটুকু আশীর্বাদ করুক। আমি অভিনয় করতে ভালবাসি। অভিনয় ছাড়া থাকতে পারি না। বয়স হচ্ছে তো, তাই এখন শেষটা বড্ড বেশি ভাবায়”।