এই মিষ্টি পাইলটকে চেনা যাচ্ছে? বলিউডের সেনসেশন এখন এই অভিনেত্রী

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে যাকনা কেন বারবার ফিরে যেতে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার এক ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।
এই ছবিতে দেখা যাচ্ছে, মিষ্টি এক পাইলটকে। দেখে কি চিনতে পারছেন ইনি কে? না চেনার উপায় নেই। বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ছোট বেলা থেকেই এত সুন্দর ছিলেন তিনি সকলেই প্রশংসা করেছে।
ছবিতে দেখা যাচ্ছে, একেবারে পাইলটের পোশাক পড়ে নানান পোজ দিয়ে ছবি দিয়েছেন তিনি। এই মিষ্টি পাইলটকে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার আড়াল থেকে অভিনেত্রীকে পরপর প্রশ্ন করছেন বাবা চাঙ্কি পান্ডে৷ তিনি পাইলট নাকি বিমানসেবিকা? এই প্রশ্ন করতেই অভিনেত্রী জানান, তিনি পাইলট৷ তারপরই মেয়েকে বলেন, অনন্যা তোমাকে আজ খুব সুন্দর লাগছে।
যদিও প্রথম দেখাতে অনেকেই অভিনেত্রীকে দেখে চিনতে পারেননি৷ খুদে পাইলটকে দেখে চোখ সরাতে পারেননি ভক্তরা৷অনেকে আবার বলেছেন অভিনেত্রী না হয়ে পাইলট হলেও আপনাকে দারুন লাগত৷ মুহূর্তে মধ্যে ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।