কেবিসি ছাড়ছেন অমিতাভ? বিগ বির পরিবর্তে কাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়?

Published on:

কেবিসি ছাড়ছেন অমিতাভ? বিগ বির পরিবর্তে কাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়?

দু’ দশক পেরিয়ে কেবিসি আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়। গতবছর কেবিসির ১৫তম মরশুম শেষ হয়েছিল। কিন্তু অগুনতি ভক্তের ভালোবাসায় ফের শুরু হয় এই কুইজ শো। ১৬তম সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। কিন্তু শোনা যাচ্ছে আগামী সিজনে আর তাঁকে দেখা যাবে না। তবে বিগ বির পরিবর্তে কাকে দেখা যাবে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

২০০০ সালের ৩ জুলাই টেলিভিশনে প্রথম শুরু হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ২৪ বছর পেরিয়ে এবার সেই অনুষ্ঠান ১৬তম সিজনে প্রবেশ করেছে। গত বছর যখন কৌন বানেগা ক্রোড়পতির শেষ পর্ব সম্প্রচারিত হল তখন চোখের জলে আবেগ তাড়িত হতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন কে। শেষ পর্বে হাজির ছিলেন বিদ্যা বালন, শিলা দেবী, শর্মিলা ঠাকুর এবং সারা আলি খানের মতো তারকারা। সেখানেই অমিতাভ বচ্চনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতির কথা বলতে থাকেন তাঁরা। কিন্তু তার মধ্যেই গলা বুজে আসে শাহেনশার। আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

   
 ⁠

এবার এই সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে শাহরুখ খানকে। আবার একইসঙ্গে উঠে আসছে ঐশ্বর্য রাই বচ্চন সহ মহেন্দ্র সিং ধোনির নামও। প্রসঙ্গত, অমিতাভের অসুস্থতার কারণে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৩ শাহরুখ সঞ্চালনা করেছিলেন।

  
 ⁠

গত বছর শেষ দিনের শুটিংয়ে চোখের জল নিয়ে অমিতাভ বচ্চন বলেন, “আজকের পর থেকে এই মঞ্চ আর কখনও সেজে উঠবে না। এবার আমার বিদায় নেওয়ার পালা। কাল থেকে আমি আর আপনাদের কাছে আসব না- একথা বলার সাহস কিংবা ইচ্ছে, কোনওটাই আমার নেই। প্রতিটা শুরুরই একটা শেষ থাকে”।

কেবিসির মঞ্চে বিগ বির কিছু স্মরণীয় মুহূর্ত দেখানো হয়। মঞ্চে সঞ্চালকের চেয়ারে বসে অমিতাভ তখন চোখের জল ধরে রাখতে পারছেন না। দর্শকাসনে হাততালির রোল। চোখের জলে বিগ বি জানান, “আপনাদের এই এক একটা হাততালি আমার কাছে প্রতিটা নিঃশ্বাসের মতো। আরনারাই আমার বন্ধু। আপনারা যা বলেন, আমি শুনি। আপনাদের ইচ্ছেপূরণ কররা চেষ্টা করি”।