দেখতে দেখতে এক বছর! প্রথম জন্মদিন কেমন কাটল অনীক-পুত্রের? রইল অদেখা ছবি

Avatar

Published on:

দেখতে দেখতে এক বছর! প্রথম জন্মদিন কেমন কাটল অনীক-পুত্রের? রইল অদেখা ছবি

দেখতে দেখতে এক বছর হল অনীক ও দেবলীনার পুত্রের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সমস্ত ছবি। কেক কেটে হল উদযাপন।

ছেলের জন্মের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গায়ক লিখেছিলেন, “আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন।”

   
 ⁠

সদ্যজাত ধরে রয়েছে তাঁর হাতের আঙুল। এমন ছবিই পোস্ট করেছিলেন তিনি। বাবার হাত ধরে রেখেছে একরত্তি। আঙুল ছুঁয়েছে আঙুল। সেই ছবিই শেয়ার করে অনীক লিখেছেন, “তেরে জ্যায়সা ইয়ার কাহা”। এই ছবি ভাইরাল হয়েছে মুহূর্তেই। সকলেই জানিয়েছেন শুভেচ্ছবার্তা।

  
 ⁠

২০১৪ সালে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক৷ ২০১৮ সালে তাঁদের প্রথম কন্যা সন্তান আদ্যার জন্ম হয়। সদ্য গিয়েছে তাঁর ছেলে আদবানের অন্নপ্রাশন। আর এবার, পালা খুদের জন্মদিনের। তাঁর জন্মদিন উপলক্ষ্যেই এক হয়েছিলেন সবাই।