বিনোদন

অভিনেত্রীর নাম নকল করে দুষ্কর্ম! রেগে গিয়ে এই ব্যবস্থা নিলেন অন্বেষা

এবার বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। ইনস্টাগ্রামে এক প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করেছেন অন্বেষা। তাঁর নাম নকল করে ভুয়ো একাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। এই গোটা ঘটনায় চরম বিরক্ত প্রকাশ করেছেন তিনি।

ওই স্ক্রিনশট পোস্ট করে অভিনেত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমি নই, দয়া করে কেউ আমি ভেবে কথা বলবেন না”। দেখা গিয়েছে, ওই প্রোফাইলে প্রায় ১৬ হাজার অনুরাগী রয়েছে। আর সে কারণেই ছড়িয়েছে বিভ্রান্তি।কোনও অসাধু ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে ওই প্রোফাইল খুলেছেন।

টানটান উত্তেজনা নিয়ে চলছে সন্ধ্যাতারা ধারাবাহিক। ১২ ই জুন থেকে স্টার জলসায় শুরু হয়েছে এই ধারাবাহিক। মূলত দুই বোনের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক এখন বেশ মন জয় করে নিয়েছে দর্শকদের। এখানেই অন্বেষা হাজরাকে একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে। গ্রামের এক কৃষি, পরিবারের রোজগেরে মেয়ে সে। তার শহুরে আধুনিক বরের মন মতো হয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

সন্ধ্যাতারা দুই বোনের গল্প নিয়ে তৈরি। নতুন প্রেম কাহিনী এবং একই সঙ্গে দুই বোনের গল্প বলবে সন্ধ্যা তারা। এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের নায়িকা অন্বেষাকে দেখা যাবে এই নতুন ধারাবাহিকে। দেখা যাবে দুই বোন তাদের দুজনের প্রাণ। একে অপরের জন্য প্রাণ পাত পর্যন্ত করতে পারে। এই পরিস্থিতিতে একজনেরই প্রেমে পড়বেন দুই বোন। কিভাবে এই পরিস্থিতির সামাল দেবেন তারা সেটা অবশ্য বলবে কাহিনীর প্লট।

সন্ধ্যাতারায় বড় বোন সন্ধ্যার ভূমিকায় অন্বেষা আর ছোট বোন তারার চরিত্রে অভিনয় করছেন অমৃতা দেবনাথ|সংসারটাকে সামলে রাখবে বড় বোন সন্ধ্যা। তারাও দিদির প্রতি ভীষণ কেয়ারিং।

Back to top button