তোমায় খুব মিস করি, শান্তিতে বিশ্রাম করো! বাবার কোলে এই বলি অভিনেত্রীকে চিনতে পারলেন?

Avatar

Published on:

তোমায় খুব মিস করি, শান্তিতে বিশ্রাম করো! বাবার কোলে এই বলি অভিনেত্রীকে চিনতে পারলেন?

গতবছর এই দিনেই পিতৃহারা হয়েছিলেন অভিনেত্রী। বাবার এক বছরের মৃত্যুবার্ষিকীতে ছবি দিলেন তিনি। সঙ্গে দিলেন আবেগঘন বার্তা। এই অভিনেত্রী এখন সিরিয়ালে কাজ করেন। এখন সিনেমার জগতে পা রেখেছেন। শুধু তাই নয়, রিয়েলিটি শো-তেও তাঁর ভীষণ জনপ্রিয়তা।

ছবিটি অঙ্কিতা লোখান্ডের। গত বছর বাবাকে হারান অভিনেত্রী। আর প্রথম মৃত্যুবার্ষীকির দিন একগুচ্ছ ছবি শেয়ার করলেন সোশ্যালে। বাবার কোলে ছবি দিয়েছেন দিয়েছেন তিনি।

   
 ⁠

পুরোনো ছবি আপলোড করে ক্যাপশনে তিনি লিখেছেন, “আজ একটি কঠিন বার্ষিকী- যেদিন আমার প্রিয় বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। এটি একটি বছর হয়ে গেছে, কিন্তু আমরা যে স্মৃতি এবং ভালaবাসা ভাগ করেছিলাম, তা এখনও আগের মতোই শক্তিশালী রয়েছে। আমি তাঁকে খুব মিস করি শান্তিতে বিশ্রাম করো প্রিয় বাবা। তোমার উত্তরাধিকার আমার হৃদয়ে বেঁচে আছে”।

  
 ⁠

তাঁর সংযোজন, “আর একদম চিন্তা করবে না। আমি মাম্মা আর অর্পণকে (অঙ্কিতার ভাই) সবসময় আগলে রাখব। সারাজীবন এভাবেই ভালোবাসব, যত্ন নেব, ঠিক যেমন তুমি করতে। তারা আমার সঙ্গে ভালো আছে, আমি কথা দিচ্ছি পা। আমি তোমাকে আরও এবং আরও এবং আরও বেশি ভালবাসি”।