লাল প্যান্ট, ফুলহাতা জামা, মাথায় টুপি! চেনা যাচ্ছে এই খুদেকে? টলিউডের প্রথম সারির নায়ক এখন তিনি

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার এক ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।
এই ছবিতে দেখা যাচ্ছে এক ছোট্ট ছেলে লাল প্যান্ট, ফুল হাতা জামা, মাথায় টুপি পড়ে দাঁড়িয়ে আছে। দেখে কি চিনতে পারছেন ইনি কে? না চেনার উপায় নেই। ইনি হলেন ছোট্ট অঙ্কুশ হাজরা। যদিও এখন তিনি বড় পর্দার প্রথম সারির নায়ক। ছোট বেলা থেকেই এত সুন্দর ছিলেন তিনি সকলেই প্রশংসা করেছে।
পুরনো দিনের ছোট বেলার ছবি পোস্ট করে নস্টালজিক নায়ক। ক্যাপশনে লিখেছেন- “তখনও সরল ছিলাম৷ আজও সরল”৷ মুহূর্তের মধ্যে অঙ্কুশের এই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
প্রসঙ্গত,কিছুদিন আগেই মহানায়ক পুরষ্কার পান অঙ্কুশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেন। অভিনেতা পুরস্কার নেওয়ার এই ছবি পোস্ট করতেই শুরু কটাক্ষ। সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে হাসির রোল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেওয়ার ছবি পোস্ট করেছেন অঙ্কুশ।
ছবি পোস্ট করে সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, “পুরস্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম । প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে। আপাতত আমার মত একজন সামান্য “নায়ক” কে সরকারের তরফ থেকে এই “মহানায়ক” সম্মানটি দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেব যাতে রোজ চোখ পড়লেই নিজেকে বলি “ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন.. যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো”।
এই পোস্ট নজরে আসতেই কটাক্ষের ঝড় বইছে নেট দুনিয়ায়। তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা। তাঁদের মতে, মহানায়ক সম্মান পাওয়ার জন্য অঙ্কুশ মোটেই পারফেক্ট চয়েজ নয়।