বিনোদন

জীবনের প্রথম পারিশ্রমিক ছিল কত, ফোন নম্বরই বা কী অঙ্কুশের? ভক্তদের কী কী আবদার মেটালেন অভিনেতা?

সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন প্রিয় তারকাদের সঙ্গে যোগাযোগ করা অনেক সহজ। নিজেদের মনের প্রশ্ন আবদার সবকিছুই তারকাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর প্রিয় তারকারাও সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জবাব দেন তাদের ভক্তদের। এবার অঙ্কুশও তাই করলেন।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় তার প্রিয় ভক্তদের যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন। তবে বেশ কিছু প্রশ্ন এড়িয়ে ও গেলেন আবার কিছু প্রশ্নের উত্তর মজার ছলে ভুলও দিলেন।

এদিন সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ কে তার ভক্তরা প্রশ্ন করেন, তার জীবনের প্রথম পারিশ্রমিক কত টাকা ছিল। অভিনেতা জানান,তাঁর প্রথম ছবির পারিশ্রমিক ছিল মাত্র ৫০০০ টাকা। সেটাই তাঁর কাছে অনেক বড় বিষয় ছিল। এরপর একজন জানতে চাইলেন অঙ্কুশের থেকে তাঁর ফোন নম্বর। মজা করে এক অন্যরকম নম্বর বলেন তিনি।

এছাড়াও অনেকেই জানতে চান কোন নতুন ছবি মুক্তি পাচ্ছে কিনা। এ প্রসঙ্গে অবশ্য অভিনেতা জানান, এবার পুজোয় তার কোন ছবি মুক্তি পাচ্ছে না তাই তিনি চাপমুক্ত হয়ে অন্য ছবি উপভোগ করে দেখবেন। এছাড়াও কখনো বলিউডে কাজ করার সুযোগ পেলে তিনি যাবেন কিনা সে কোথাও জানতে চান অনেকেই। তবে অভিনেতার কথায়, তিনি বাংলাতেই ঠিক আছেন। এর মধ্যে বেশ কিছু প্রশ্ন উত্তরের স্ক্রিনশট নিয়ে অঙ্কুশ পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায়।

Back to top button