গসিপ

দালালি মারতে দেব না! হঠাৎ কার উদ্দেশ্যে এমন কথা বললেন অভিনেতা অঙ্কুশ?

সঞ্চালনা, অভিনয়ের পর এবার প্রযোজনায় হাত পাকাতে চলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। শীঘ্রই মুক্তি পাবে তার প্রযোজিত প্রথম ছবি কুরবান। তবে প্রযোজনার পর কি রাজনীতিতে আসতে আগ্রহী তিনি?

সম্প্রতি এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি রাজনীতি বুঝি না। যেসমস্ত রাজনৈতিক দল মূলত আলোচনায় থাকে, সেক্ষেত্রে দুটো দলের লোকজনের সঙ্গেই আমার সম্পর্ক ভালো। টাকার থেকেও স্বাধীনতাটা বেশি আনন্দের। আমি কোভিড, আমফানের সময়ও বিভিন্ন জায়গায় টাকা দিয়েছি, তবে তার জন্য আমায় কোনও ফাইলে সই করতে হয়নি। কাউকে বলতে হয়নি। এই স্বাধীনতাটাই আনন্দের। রাজনীতিটা আমার দ্বারা হবে না”।

এরপর মজার ছলে অভিনেতা বলেন, “আমার রাজনীতিতে আসা মুশকিল আছে। আসলে আসলে আমি যে দলেই রাজনীতি করিনা কেন, আমি নিশ্চিত সেই দলই আমায় আগামী ৬ মাসের মধ্যে তাড়িয়ে দেবে। তার কারণ হল, আমি আমার মতো চলব। আমার উপর কাউকে দালালি মারতে দেব না। আর কোনও সময় যদি কোনও অন্যায় দেখতে পাই সেটা যদি আমার দলের লোকও হয়, আমি কিন্তু ফাঁস করে দেব”।

প্রসঙ্গত,কিছুদিন আগেই মহানায়ক পুরষ্কার পান অঙ্কুশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেন। অভিনেতা পুরস্কার নেওয়ার এই ছবি পোস্ট করতেই শুরু কটাক্ষ। সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে হাসির রোল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেওয়ার ছবি পোস্ট করেছেন অঙ্কুশ।

ছবি পোস্ট করে সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, “পুরস্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম । প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে। আপাতত আমার মত একজন সামান্য “নায়ক” কে সরকারের তরফ থেকে এই “মহানায়ক” সম্মান টি দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেব যাতে রোজ চোখ পড়লেই নিজেকে বলি “ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন.. যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো”।

এই পোস্ট নজরে আসতেই কটাক্ষের ঝড় বইছে নেট দুনিয়ায়। তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা। তাঁদের মতে, মহানায়ক সম্মান পাওয়ার জন্য অঙ্কুশ মোটেই পারফেক্ট চয়েজ নয়।

Back to top button