শিশুশিল্পী হিসেবে দারুন খ্যাতি! বড় হতেই কোথায় হারিয়ে গেলেন এই অভিনেতা?

Avatar

Published on:

শিশুশিল্পী হিসেবে দারুন খ্যাতি! বড় হতেই কোথায় হারিয়ে গেলেন এই অভিনেতা?

শিশু অভিনেতা হিসেবে বাংলা সিনেমায় যারা দর্শক মনে ছাপ ফেলেছে তাদের মধ্যে অন্যতম মাস্টার অংশু। প্রসেনজিৎ, জিৎ, মিঠুন একাধিক তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। বড় হয়েও বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০০৩ সালে হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’তে প্রথম অভিনয় করেন অংশু বাচ। এরপর একে একে অনেক সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। কিন্তু এই নাটের গুরু সিনেমা তাঁর সুযোগ পাওয়ার পেছনে রয়েছে এক কাহিনী। আর তারপরেই তার জন্য খুলে যায় অভিনয়ের সুযোগ।

   
 ⁠

জানা যায়, অংশুকে অভিনয়ের জন্য পাড়ার একজন পরিচিত শিশুশিল্পীর চরিত্রে অডিশনের খোঁজ দেন। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে ওই চরিত্রের জন্য অন্য একজনকে নেওয়া হয়ে গেছে। এরপর ফিরে আসে সে। কিন্তু পরে ফের তাকে ডেকে পাঠানো হয়। যার অন্যতম কারণ ছিল তার মুখের সঙ্গে মিল ছিল জিতের। এরপরেই তাঁকে নাটের গুরু ছবিতে জিতের ছোট বেলার জন্য নেওয়া হয়।

  
 ⁠

পরবর্তীতে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত রবি কিনাগীর ছবি ‘বন্ধন’-এ জিত-কোয়েলের ছেলের ভূমিকায় নজর কাড়েন তিনি। এরপর একে একে রাজু আঙ্কল’, ‘MLA ফাটাকেষ্ট’, ‘নাটের গুরু’,’অগ্নিপথ’, ‘বন্ধন’, ‘সাথীহারা’, ‘অগ্নি’,’আলোয় ফেরা ছবিতে অভিনয় করেন তিনি।

এরপর বড় হয়ে স্বল্পদৈর্ঘের ছবি ‘টেককেয়ার’- এ অভিনয় করেন অংশু বাচ। এরপর ‘মনসুন মেলোডিজ’, ইংলিশ ভার্সেস ইংলিশ, চার অধ্যায় এবং জতুগৃহ ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাকে। এছাড়াও স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’- এ খলনায়কের চরিত্রেও অভিনয় করেছে অংশু।