বিনোদন

তেরে জ্যায়সা ইয়ার কাহান! সদ্যজাতর আঙুল ছুঁয়ে সন্তানের প্রথম ঝলক শেয়ার করলেন অনীক

কিছুদিন আগেই সুখবর দিয়েছেন গায়ক অনীক ধর। ফের বাবা হয়েছেন তিনি। তাঁদের পরিবারে এসেছে পুত্র সন্তান।এর আগে তার একটি ৫ বছরের কন্যা সন্তান রয়েছে। এরপর ফের তারা তিন থেকে চার হওয়ার সুখবর দিলেন। সদ্যজাতের ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন তিনি। এবার সদ্যজাত ধরে রয়েছে তাঁর হাতের আঙুল। এমন ছবিই পোস্ট করলেন তিনি।

বাবার হাত ধরে রেখেছে একরত্তি। আঙুল ছুঁয়েছে আঙুল। সেই ছবিই শেয়ার করে অনীক লিখেছেন, “তেরে জ্যায়সা ইয়ার কাহা”। এই ছবি ভাইরাল হয়েছে মুহূর্তেই। সকলেই জানিয়েছেন শুভেচ্ছবার্তা।

এর আগেই সদ্যজাত সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গায়ক লিখেছিলেন, “আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন।”

কিছুদিন আগে স্ত্রী দেবলীনার সাধের ছবি দিয়েছিলেন গায়ক। সেখানে তিনি লিখেছিলেন, “হাম দো, হামারে দো। সবার আশীর্বাদ চাইছি।” তাঁর স্ত্রী তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল।

স্ত্রী দেবলীনার সাধের অনুষ্ঠানে ফুলের নকশা করা পঞ্জাবি ছিল অনীকের পরনে। দেবলীনা সেজেছিলেন সাদার উপর সোনালি জরির কাজ করা শাড়িতে। পাশে বসে রয়েছে মেয়ে আদ্যা।২০১৪ সালে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক৷ ২০১৮ সালে তাঁদের প্রথম কন্যা সন্তান আদ্যার জন্ম হয়।

Back to top button