বিনোদন

নতুন অতিথির মঙ্গল কামনায় ষষ্ঠী পুজো! ছেলেকে আদরে ভরালেন অনীক, রইল ছবি

দিন কয়েক আগেই সুখবর দিয়েছেন গায়ক অনীক ধর। ফের বাবা হয়েছেন তিনি। তাঁদের পরিবারে এসেছে পুত্র সন্তান।এর আগে তার একটি ৫ বছরের কন্যা সন্তান রয়েছে। এরপর ফের তারা তিন থেকে চার হওয়ার সুখবর দিলেন। সদ্যজাতের ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন তিনি। এবার ঘটা করে সদ্যজাতর ষষ্ঠী পুজোর অনুষ্ঠান করলেন তিনি।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছেলের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন গায়ক। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, “আদবান-এর মঙ্গল কামনায় বাড়িতে স্বপরিবারে ষষ্ঠী পুজোর আয়োজন। আমাদের কূল পুরোহিত শ্রী বাসুদেব চক্রবর্তী মহাশয় ও পরিবারের সকল সদস্যদের পাশে পেয়ে আমি অত্যন্ত খুশি”।

সকলকেই দেখা গিয়েছে একেবারে বাঙালিয়ানায় সাজতে। অনীক পড়েছিলেন ম্যাচিং ধুতি পাঞ্জাবি, দেবলীনার পরনে ছিল লাল ঢাকাই! সিঁদুর-গয়নায় একেবারে আদর্শ বাঙালি বধূ লাগছিল তাঁকে। অপরদিকে আদ্যাও সেজেছিলেন একদম বাবা মায়ের সঙ্গে ম্যাচিং করে। লাল-সাদা গাউন, মাথায় ক্রাউন পরে পরি লাগছিল তাঁকে। মানানসই সেজেছিলেন অনীকের বাবা মাও।

এদিকে গত রবিবারই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে ছেলের নাম করণের অনুষ্ঠানের ছবি দিয়েছিলেন অনীক। সঙ্গে একটি লম্বা লেখা লিখেছেন। এই নামকরণের অনুষ্ঠান উপলক্ষে নীল বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোটা বাড়ি। কাটা হয়েছিল কেক। কেকের উপর লেখা হয়েছিল সদ্যজাতর নাম।

কেকের উপর লেখা ছিল, “স্বাগত আদবান”। ‘আদবান’ শব্দটির অর্থ সূর্য। মেয়ে আর ছেলেকে একসঙ্গে নিয়ে কেক কাটলেন মা দেবলীনা। ছ’দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনীকের স্ত্রী। আর তারপরেই হল এই অনুষ্ঠান।

২০১৪ সালে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক৷ ২০১৮ সালে তাঁদের প্রথম কন্যা সন্তান আদ্যার জন্ম হয়।

Back to top button