ফিল্ম মিউজিয়ামে গিয়ে থমকে গেলেন অনিল কাপুর! তৈরি হল ফ্যানবয় মোমেন্ট, চেয়ে রইল সকলে

Published on:

ফিল্ম মিউজিয়ামে গিয়ে থমকে গেলেন অনিল কাপুর! তৈরি হল ফ্যানবয় মোমেন্ট, চেয়ে রইল সকলে

চলচ্চিত্র জগতে এক কিংবদন্তি নাম সত্যজিৎ রায়। এই কিংবদন্তি পরিচালক তথা চিত্রনাট্যকারের সামান্য স্মৃতি বা মূর্তি যেখানেই দেখা যায় তার সঙ্গে ছবি তুলতে উদ্ভিদ হয়ে পড়েন আমজনতা থেকে ডাবর তাবড় সেলিব্রেটিরাও। তার ব্যতিক্রম হলেন না, বলিউডের অভিনেতা অনিল কাপুরও।

ফিল্ম মিউজিয়ামে গিয়েছিলেন অনিল কাপুর। সেখানে গিয়েই সত্যজিৎ রায়ের মূর্তি দেখে থমকে গেলেন তিনি। ছবি তুললেন কিংবদন্তি পরিচালকের মূর্তির সঙ্গে। আবেগ ঘন হয়ে সেই ছবি পোস্ট করে লিখলেন একটি লম্বা ক্যাপশন।

   
 ⁠

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ৬৬ বছর বয়সী অভিনেতা লেখেন, ক্যাপশনে অভিনেতা লেখেন, “মিউজিয়ামে আমার কিছু প্রিয় মুহূর্ত…সর্বকালের সেরা পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে…আর এটা আমার খুবই প্রিয় একটা ছবি ‘গরম হাওয়া’।”

  
 ⁠

প্রসঙ্গত, ইসমত চুঘতাইয়ের অপ্রকাশিত ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছিল ছবি গরম হাওয়া। কাহিনি লিখেছিলেন কাইফি আজমি ও শমা জাইদি। পরিচালনা করেছিলেন এম এস সাথ্যু।বলরাজ সাহানি, বদর বেগম, শওকত আজমিদের দেখা গিয়েছিল মুখ্য ভূমিকায় অভিনয় করতে।